Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

১৬/৭/২০২০
বিনিদ্র
বিভাগ- কবিতা
*** ** ***
  সোমা দত্ত
    ************
-- রজ্জুসর্প দিয়ে তো নয়
    বাঁধি ফুল ডোরে ,
    স্বপ্নে মোদের দেখা হবে
    অন্য কোন ভোরে।
 -- সূর্য ঢলে যাক
    রজনী আসুক নেমে।
    থাকি আমি ঘুমঘোরে
    স্ব…


১৬/৭/২০২০
বিনিদ্র
বিভাগ- কবিতা
*** ** ***
  সোমা দত্ত
    ************
-- রজ্জুসর্প দিয়ে তো নয়
    বাঁধি ফুল ডোরে ,
    স্বপ্নে মোদের দেখা হবে
    অন্য কোন ভোরে।
 -- সূর্য ঢলে যাক
    রজনী আসুক নেমে।
    থাকি আমি ঘুমঘোরে
    স্বপ্ন থাকুক থেমে
 -- তোমার চোখের ঘুম ভিতর
     আমার আদল জাগে;
     সেদিন তোমায়  সত্যিকারে,
     মন্ত্রমুগ্ধ লাগে।
 --  তোমার নাম জপে,
    আমার দিন যে শুরু হয়,
     সারাদিনের কথামালা
     পদ্ম আকার লয়।
     তোমার শ্বাসের শব্দ যখন
     আমার কানে বাজে
     রোমাঞ্চিত হই আমি
     স্বপ্ন সুখের মাঝে
--  স্বপ্ন ঘেরা রাতের পরে;
     কাটে না যে দিন
     কখন মোদের মিলন হবে,
     বাজবে সুরের বীণ ।
  --  এসো প্রিয় এসো ওগো
     এসে আমার কাছে
     সুর মাঝি গান ধরেছে
     পদ্মা নদীর মাঝে।
     প্রেমের সুরে মাতাল বুঝি
     উজানী বেয়ে যায়,
     কোন কন্যা রাত জেগে রয়
      মাঝির অপেক্ষায়!