Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার পরিচালকীয় সম্মাননা

#প্রতিযোগিতা_প্রতিদিন
#তারিখ_১৬_০৭_২০

#মৃত_গোধূলি

শহুরে সন্ধ্যা,গোধূলির মৃত চোখে
কার্বনের বোনা নিশ্চল ক্ষোভ
নীরব অভিসারে ঢাকে প্রতিদিন
মহানগরের ক্লান্ত অবয়ব।

সারি সারি গাড়ির মিছিলে
উদ্বিগ্ন জনতার মুখ
নগ্ন হর্ণের নিশ্ছিদ্র দাপটে


#প্রতিযোগিতা_প্রতিদিন
#তারিখ_১৬_০৭_২০

#মৃত_গোধূলি

শহুরে সন্ধ্যা,গোধূলির মৃত চোখে
কার্বনের বোনা নিশ্চল ক্ষোভ
নীরব অভিসারে ঢাকে প্রতিদিন
মহানগরের ক্লান্ত অবয়ব।

সারি সারি গাড়ির মিছিলে
উদ্বিগ্ন জনতার মুখ
নগ্ন হর্ণের নিশ্ছিদ্র দাপটে
বিলম্বিত মুঠিভরা সুখ।

কে বলে বাসনা কথা বলে না!
চার দেওয়ালের খাঁজে
কোটি শব্দের সাপ সিঁড়ি ভাঙা
যাপনের মন্তাজে।

পসরা সাজায় পসারিণীদল
সুগন্ধি ফুলের সাজে
বিনিদ্র যামের বুকভাঙ্গা ব্যথার
বিষন্ন কোলাজে ।

রাস্তার মোড়ে ত্রিফলার তলে
তন্বী তরুণীর ক্ষত
রাত্রির গায় কালিমা লাগায়
জ্বলন্ত শিখার মত।

গভীর রাতে টাকারা কথা বলে
চরস, গাঁজার ঠেকে
ভিখারি,ফকির ব্যবসা ফাঁদার
অভিনয়টুকু শেখে।

তূণের শরীরে ঝিলমিল করে
নির্বাক প্রতিশোধ
দানবীয় ক্রোধে আছড়ায় বুকে
লুপ্ত বিবেক বোধ।

কাচপোকারা নীল আলোতে
ধোঁকে আঁধারের গায়
নিষিদ্ধ প্রেমে নারীর ললাটে
বিন্দির তকমায়।

আবীর রাঙা অস্তরাগের
বেসামাল আকাশপটে
সপ্ত ঋষির শান্তি শিবিরেও
বুঝি বা কখনো বিঘ্ন ঘটে!

মরা জোছনার বিপন্ন বাজার
প্ল্যাকার্ডে ছয়লাপ
সুখের পায়রার ডানায় জাগে
জীবন্ত অভিশাপ।

....শম্পা