Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা- পর্ব 13
কলমে - শুভব্রত ব্যানার্জি।
শিরোনাম - শতবর্ষের আলোকে সত্যজিত

সময় অতিবাহিত হয় এই পৃথিবীর বুকে,
মলিন হয়ে যায় স্মৃতি মানুষের মন থেকে।
ধুসর হয়ে আসে সৃষ্টি ক্রমে ক্রমে,
একদিন সেই সৃষ্টিও বিলুপ্ত হয়ে যা…


দৈনিক সেরা কলম সম্মাননা- পর্ব 13
কলমে - শুভব্রত ব্যানার্জি।
শিরোনাম - শতবর্ষের আলোকে সত্যজিত

সময় অতিবাহিত হয় এই পৃথিবীর বুকে,
মলিন হয়ে যায় স্মৃতি মানুষের মন থেকে।
ধুসর হয়ে আসে সৃষ্টি ক্রমে ক্রমে,
একদিন সেই সৃষ্টিও বিলুপ্ত হয়ে যায় নতুনের বাহারে।
নতুন গাছের বাহারি পাতার শোভাতে,
যখন তরুলতা ভরে ওঠে কুসুম রাশিতে,
মুগ্ধ করে সুগন্ধ মানুষের হৃদয়কে,
ইতিহাস তখন হয় কাহিনি- পাঠ গ্রহন করি সেই অজানা পুস্তক থেকে।
অমূল্য সেই সকল সম্পদকে নব প্রজন্ম শুরু করে নতুন করে জানতে।
অতীতের সঙ্গে বর্তমান সম্পদের এক আত্মিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
সত্যজিত ঈশ্বর যে রায় দিয়েছিল তোমার সম্পর্কে -
তুমি জ্ঞানে অজ্ঞেনে সেই রায়কে বাস্তবায়িত করেছ আমাদের মাঝে,
তোমার এই ভূতলে অবস্থান কালে - আমরা পেয়েছি সেই সাধনার প্রসাদ।
তুমি উজার করে দিয়ে গেছ বাংলা তথা পৃথিবীর গুন সম্পন্ন সমাজকে।
আজ তুমি নেই আমাদের মাঝে,
তোমার অনবদ্য নির্মাণ তুমি রেখে গিয়েছ তোমার উত্তরসূরির হাতে।
তুমি তৈরি করে গিয়েছ- তোমার অক্ষত ধরাকে রক্ষা কবচ করে ধরে রাখতে,
প্রজ্বালন  এক নক্ষত্রতুল্য রক্ষাকর্তাকে।
তুমি সম্পূর্ণ এক ব্যক্তিত্ব ছিলে আমাদের সকলের কাছে।
আমরা সাধারণ গুনহীন মানুষ, কলমে আজ প্রকাশ করছি তোমার কৃতিত্বকে

আমাদের দৃষ্টতা ক্ষমারও অযোগ্য- তোমার মত পাহাড় প্রমাণ মানুষের
বহুবিধ গুণাবলীকে নিয়ে লিখতে বসেছি আজকে।
তোমার নামের সাথেই আলাপ আছে আমাদের,
তোমার করে যাওয়া কাজের নিদর্শন দেখে তুমি পরিচিত আমাদের সঙ্গে ।
তোমার সৃষ্টি করা অমোঘ সাহিত্য আমাদেরকে জানায় তোমার জ্ঞানের পরিসরকে।
ফেলুদা, জটায়ু, তোপসে, প্রফেসার শঙ্কু আরো কত কিছু করে গিয়েছ-
সারা জীবন ধরে, সেইটুকুই জানি আমরা সকলে।
আমরা জানি সন্দেশ- যে মিষ্টান্ন তুমি তুলে দিয়ে গিয়েছ ছোটদের হাতে,
তার রসস্বাদন আমরা সকলে করি সানন্দে।
আমরা জানি না- কত রাত তোমার কেটেছে অনিদ্রায়,
আমরা জানি না- কত পথ তুমি পেরিয়ে তুমি তৈরি করেছ বায়োস্কোপ,
আমরা জানি না- কত আঁকা ছবি নষ্ট হয়েছে অয্ত্নের ফলে,
আমরা জানি না- তোমার জীবন সংগ্রামে পাশে কে কে ছিলো- হে 'ভারতরত্ন' বিদ।
তোমার আগ্রহ, তোমার ভালবাসা, তোমার কায়িক শ্রম-
আজ তোমাকে সফলতার শিখরে তুলেছে,
তুমি পাথেয় বর্তমান প্রজন্মের কাছে,
তুমি প্রণম্য আজ কলাকুশলী, শিল্পী, চিত্রী আর কত কত জনের কাছে।
তুমি সত্যই সত্যজিত - তোমার পদতলে মাথা নত করি,
চির জাগ্রত হয়ে তুমি থাক যুগ যুগ ধরে।