Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব- ১৩
বিভাগ - কবিতা
শিরোনামঃ - মণিকর্ণিকা
কলমে -চারু
তারিখ - ৩০/৬/২০২০

মণিকর্ণিকা
   ༺চারু༻
------------
সারি সারি লোহার গরাদ ।
 হাজার, হাজার ভাবলেশহীন চোখের , মণিকর্ণিকা ভেদ করে ,
অতৃপ্ত কামনায় স্নিগ…



দৈনিক সেরা কলম সম্মাননা পর্ব- ১৩
বিভাগ - কবিতা
শিরোনামঃ - মণিকর্ণিকা
কলমে -চারু
তারিখ - ৩০/৬/২০২০

মণিকর্ণিকা
   ༺চারু༻
------------
সারি সারি লোহার গরাদ ।
 হাজার, হাজার ভাবলেশহীন চোখের , মণিকর্ণিকা ভেদ করে ,
অতৃপ্ত কামনায় স্নিগ্ধ সকালে ,পৃথিবীর হৃদয় খনন করে পুঁতেদাওপাপ।

 ওরা কারা, যারা আজ বিছিয়ে দিয়েছে অভিশাপের চির অবসর ।
ডানা ঝাপটায় বুনো ফড়িংয়ের দল,
 তৃষ্ণা ক্লান্ত জীর্ণ জনপদ ।
কৃষ্ণ গহবর থেকে খুঁজে নাওপোড়ারুটি,  তোমার জঠরে বেড়ে ওঠা শিশুটিরজন্য,
 লেখা থাক শুধুই যন্ত্রণার ভ্রুকুটি ।
রাতে হঠাৎ যদি ঝাঁপিয়ে আসে বৃষ্টি ,
কিছু ধ্বংসের গান গাইবে আবার নির্বাসিত রাঘোব ।
ভিজে যায় ফুটপাত,পাষাণের বুক চিরে আর্ত কণ্ঠস্বর ।
দূরে বহুদূরে হতাশার করুন সুর বাজায় কোন ক্ষুধার্ত বেহালাবাদক ।
গুমরিয়া ওঠে শূন্যতা,
 পার্থিব অভিলাষ ,লুব্ধ বাসনা ।
জল হীন কলসির মুখ চেপে
 আজও বসে নাগা সন্ন্যাসীর দল।.....