সূর্যমুখী
৭.৭.২০
আদি পাপ !
এতদিনে বুঝেছি, লজ্জা এক প্রাগৈতিহাসিক জন্তু - যা দিনে দিনে অবয়বহীন হয়ে পড়েছে...
প্রেমিক বা যোদ্ধা, যাই হও না কেন তুমি অবিনশ্বর!
অলৌকিক বাতিস্তম্ভের সুযোগ্য উত্তরাধিকার তুমি।
চলো, মুখোমুখি বসে পূর্ণগ…
সূর্যমুখী
৭.৭.২০
আদি পাপ !
এতদিনে বুঝেছি, লজ্জা এক প্রাগৈতিহাসিক জন্তু - যা দিনে দিনে অবয়বহীন হয়ে পড়েছে...
প্রেমিক বা যোদ্ধা, যাই হও না কেন তুমি অবিনশ্বর!
অলৌকিক বাতিস্তম্ভের সুযোগ্য উত্তরাধিকার তুমি।
চলো, মুখোমুখি বসে পূর্ণগ্রাস সূর্যগ্রহনের গন্ধ মাখি
তারপর
লজ্জাহীন সঙ্গমে অবগাহন করতে করতে সম্মিলিত উচ্চারণ করবো, "ওং জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং "
সখা
কলঙ্কে ডরাবো আমি এতো কি অধম !!!
রমা সিমলাই