Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা পরিচালকীয় সম্মাননা

কেউ ভোলে না চৈতালী দাসমজুমদার ১৪/০৭/২০২০ =========== মানুষ মরে যাবার পরে  শ্রাদ্ধশান্তি করে ঘরে  বলতে পারো কেন? স্মৃতি রেখে যায় সে চলে  কিছু কথা কাউকে বলে  কেউ ভোলেনা যেন।
একই সাথে সারা জীবন  হঠাৎ যদি হয় গো মরণ  ভুলতে পারে কেউ…



কেউ ভোলে না
চৈতালী দাসমজুমদার
১৪/০৭/২০২০
===========
মানুষ মরে যাবার পরে 
শ্রাদ্ধশান্তি করে ঘরে 
বলতে পারো কেন?
স্মৃতি রেখে যায় সে চলে 
কিছু কথা কাউকে বলে 
কেউ ভোলেনা যেন।

একই সাথে সারা জীবন 
হঠাৎ যদি হয় গো মরণ 
ভুলতে পারে কেউ?
মনের ঘরে বৈশাখী ঝড় 
হঠাৎ করে ভাঙলো যে ঘর 
হৃদ পাঁজরে ঢেউ।

সকাল সন্ধ্যা সারাবেলা 
তোমার স্মৃতি আছে মেলা 
ভাবি সারাক্ষণ,
মনের মানুষ গেছে চলে 
হয়তো আমায় একলা ফেলে 
তাকেই দিয়েছি মন।

তুমি আছো অনেক দূরে 
পুরানো সেই গানের সুরে 
কান পেতে শুনি,
যদি আসো আবার ফিরে 
আলোছায়া তোমায় ঘিরে 
আজও প্রহরগুনি।

চেয়ে থাকি পথের মাঝে 
রোজ বিকেলে সন্ধ্যা সাজে 
এই হয়তো এলে,
এমন করেই কাটছে যেদিন 
ভাবছি মনে এইতো সেদিন 
তুমি চলে গেলে।

যাবার সময় বলেছিলে 
প্রতিশ্রুতি দিয়েছিলে 
আসবে আমায় নিতে,
সময় কি হয়নি বলো 
বলবে কখন এবার চলো 
স্বপ্ন কেন দিতে?

আর কতদিন থাকবো একা 
কবে পাবো তোমার দেখা 
আসবে তুমি কবে ?
শুনছো তুমি আমার কথা 
পাও নাকি গো একটু ব্যথা 
শুধুই নীরবে রবে।
Copyright@১৩৩৪chaitalidas