Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ও লেখক সুমন বিশ্বাসের কবিতা গুচ্ছ

মূলে ফেরার স্বাদ
-সুমন বিশ্বাস ( বাংলাদেশ)
--------------------------------

সকালে যেই ডাকালে
ঊষা দেখি তাঁকালে
জলের পরে
সিঁদুর ঝরে
আর কী এমন মাখালে!

জানালে যাই সে খালে
নাও ছেড়ে কই নে তালে
দুধারে বিল
উপরে নীল
হাসি ফোটে এ গালে।

বিক…

মূলে ফেরার স্বাদ
-সুমন বিশ্বাস ( বাংলাদেশ)
--------------------------------

সকালে যেই ডাকালে
ঊষা দেখি তাঁকালে
জলের পরে
সিঁদুর ঝরে
আর কী এমন মাখালে!

জানালে যাই সে খালে
নাও ছেড়ে কই নে তালে
দুধারে বিল
উপরে নীল
হাসি ফোটে এ গালে।

বিকালে ফের ঠেকালে
গোধুলি রং দেখালে
অস্ত রবির
মস্ত ছবির
দৃশ্য দেখা শেখালে।

শোনালে ভাই আকালে
বাজায় বাঁশি রাখালে
এমন হলে
আসবো চলে
মধুর সুরে হাঁকালে।
................................

অনন্যোপায়
-সুমন বিশ্বাস
----------------------------

উড়তে ডানা
খুড়তে শাবল
ছুড়তে গায়ের বল-
পুড়তে আগুন
জুড়তে আঁঠা
মুড়তে কতো কল।

চড়তে গাছে
নড়তে গেলে
ছড়তে পারে কই-
লড়তে লাগে
গড়তে কিছু
পড়তে-জানতে বই।

ছুটতে গিয়ে
টুটতে পারে
লুটতে দেখা স্বপন-
খুটতে তারে
ঘুটতে নামা
উঠতে পারলে বপণ।

মর্ত্যে গেছি
গর্তে পড়ে
ভর্তে দেখি টাকা-
শর্তে আছে
বর্তে যাবো
অর্থে ঘুরবে চাকা।

ধরতে স্বজন
সরতে তাঁরা
করতে পরে ছল-
ভরতে দেনা
মরতে বাকি
ঝরতে ফুরায় জল।

*ভর্তা (ভর্তে)- প্রভু/প্রতিপালক
...........................

জড়োজীবন
      সুমন বিশ্বাস
----------------------------------

ভুলে ভরা জীবনের
        মূলে গতি আসে না-
               কূলে ধুলো জল নাই
                       ঝুলে তরী ভাসে না।

মরা ভয় কেটে গেছে
      খরা তবু ঘোচে না-
           ভরা বন মরুভূমি
                ঝরা জল মোছে না।

দায়-দেনা করোনাতে
     সায় ভালো পাই না-
          নায় পানি কবে পাবে
               রায় নিতে যাই না।

নব আলো আর তাই
    ভবপারে চা'বো না-
         স'বো জ্বালা যত আছে
                কবো যারে পাবো না।
.................................................

মূলে ফেরার স্বাদ
-সুমন বিশ্বাস
--------------------------------

  সকালে যেই ডাকালে
     ঊষা দেখি তাঁকালে
জলের পরে
  সিঁদুর ঝরে
আর কী এমন মাখালে!

   জানালে যাই সে খালে
নাও ছেড়ে কই নে তালে
দুধারে বিল
উপরে নীল
      হাসি ফোটে এ গালে।

বিকালে ফের ঠেকালে
    গোধুলি রং দেখালে
অস্ত রবির
মস্ত ছবির
      দৃশ্য দেখা শেখালে।

শোনালে ভাই আকালে
   বাজায় বাঁশি রাখালে
    এমন হলে
আসবো চলে
       মধুর সুরে হাঁকালে।

ছবি- Sudipto Adhikary (মাই ফাপস্)