Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য চতুর্থ এবং অষ্টম তমলুক সান্তনাময়ী গার্লস হাইস্কুলের ছাত্রী

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সান্তনাময়ী গার্লস হাই স্কুলের শারমিন আক্তার খান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 496 পেয়ে সম্ভবত রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। ক্লাস ফাইভ থেকে তমলুক সান্তনাময়ী গার্লস হাই স্কুলে পড়তো শারমিন। বাড়ি তমলুকে…


পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সান্তনাময়ী গার্লস হাই স্কুলের শারমিন আক্তার খান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 496 পেয়ে সম্ভবত রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। ক্লাস ফাইভ থেকে তমলুক সান্তনাময়ী গার্লস হাই স্কুলে পড়তো শারমিন। বাড়ি তমলুকের চক শ্রীকৃষ্ণপুর এলাকায়। বাবা জেলা গ্রন্থাগার এ অপার ডিভিশনাল ক্লার্ক। মা গৃহবধূ।

 যমজ দিদি পারভীন আক্তার খান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে 482। দুজনেই তমলুক সান্ত্বনাময়ী গার্লস হাই স্কুলে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে তমলুকের বিদ্যালয় পরিদর্শক শারমিনের হাতে তুলে দেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়ে শারমিন আপ্লুত।

492 পেয়ে অষ্টম স্থান ঈশিতা অধিকারী, রাজকুমারী সান্ত্বনা ময়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বাবা উকিল। মা গৃহবধু।বাড়ি তমলুক থানার কাছে। ওয়ান থেকেই ওই স্কুল থেকে পড়াশোনা করেছে। ক্লাসে বরাবর ই ভালো রেজাল্ট করে। এই রেজাল্টে সবাই খুব খুশি। তবে সব সাবজেক্ট পরীক্ষা হলে আরও ভালো রেজাল্ট হতো এমনটাই আশা ছিল।