Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বামীর আত্মহত্যা, অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

গভীর রাতে স্বামীকে খুনকরে কড়িকাঠে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। মধ্যযুগীয় বর্বরতা গ্রামবাসীদের। স্ত্রীর মাথার চুল কেটে মন্দিরে আটকে রাখল গ্রামবাসীরা।

রাতারাতি পুলিশকে আত্ম হত্যার খবর দিয়ে দেহ নিয়ে চলে যাওয়ায় সকাল…


গভীর রাতে স্বামীকে খুনকরে কড়িকাঠে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। মধ্যযুগীয় বর্বরতা গ্রামবাসীদের। স্ত্রীর মাথার চুল কেটে মন্দিরে আটকে রাখল গ্রামবাসীরা।

রাতারাতি পুলিশকে আত্ম হত্যার খবর দিয়ে দেহ নিয়ে চলে যাওয়ায় সকালে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।পুলিশকে আটক করে ব্যাপক বিক্ষোভ। অভিযুক্ত স্ত্রী কে বেঁধে মারধর সহ তার মাথার চুল কেটে একটি মন্দিরের মধ্যে ঢুকিয়ে গ্রীলে তালা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা।মৃতের শ্বশুর বাড়ির লোকজন দের মারধর চালায় বিক্ষোভ কারীরা।সেলফ হেলফ গ্রূপ থেকে দু-লক্ষ টাকা লোন নিয়েছিল গৃহবধূ।স্বামীকে মেরে টাকা ফাঁকি দিতে চাইছে। অভিযোগ গ্রামবাসীর।আজ সারা রাজ্যে লকডাউন চললেও এখানে কার্যত লক ডাউন শিকেয় উঠেছে।
অভিযোগ ছেলেটি বড় ভালো ছিল। ফুল ও সব্জী ব্যবসা করতো।বৌটি দজ্জ্বাল।প্রায় সময় বাড়ীতে অশান্তি চলত।বেশ কয়েকবার পাড়া প্রতিবেশী ও গ্রাম সদস্য বীজেন সামন্ত মিমাংশা করে দিয়েছে।তা সত্ত্বেও কি করে এমন হল।

পুলিশ কে এমনিতে ডাকলে আসেনা,এ ক্ষেত্রে রাতারাতি কিকরে দেহ লোপাট হয়ে গেল।কেন কাউকে জানানো হল না।রাতেই সদস্যও প্রতিবেশীরা গলায় ফাঁস দিয়ে মৃত্যুর কথা জানতে পেরেছিল।সকালে পুলিশ ডেকে বুঝবে বলেছিল সকলে।দেহ ফের ঘরে আনতে হবে,তারপর তদন্ত শুরু করুক পুলিশ। এই নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা।


পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকার কাউরচণ্ডী গ্রামের ঘটনা।মৃতের নাম সুব্রত দাস।স্ত্রীর নাম সুপর্ণা দাস।সুপর্ণা জানাচ্ছেন তার স্বামী মদ্যপ অবস্থায় এসে প্রায় সময় অশান্তি করতো।মারধর করতো তাকে।গতাল রাতে ও তাকে মারধর করে নিজে আত্ম হত্যা করেছে।রাতেই প্রতিবেশীদের বাড়ী বাড়ী গিয়ে সকলকে ডেকেছে।কেউ আসেনি।