Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

"আলপথের কাহিনীরা"
✍ সুস্মিতা মালাকার ঘোষ

অবাস্তবের গন্ডী পেরিয়ে
  সুবিস্তৃত মাঠে হাঁটাহাঁটির মাঝে 
    হঠাৎ খুঁজে পাওয়া যায়
      ঘাসের আগায় শিশিরের ঘ্রাণ আর
        এদিকে সেদিকে পড়ে থাকা
         মুঠো মুঠো কিছু  ম…


"আলপথের কাহিনীরা"
✍ সুস্মিতা মালাকার ঘোষ

অবাস্তবের গন্ডী পেরিয়ে
  সুবিস্তৃত মাঠে হাঁটাহাঁটির মাঝে 
    হঠাৎ খুঁজে পাওয়া যায়
      ঘাসের আগায় শিশিরের ঘ্রাণ আর
        এদিকে সেদিকে পড়ে থাকা
         মুঠো মুঠো কিছু  মান-অভিমান,
সাদাকালো ছায়াছবিরা দিয়ে যায়
   অনেক অনেক মায়াবী রূপকথার সন্ধান;

 চলতে চলতে লতানো গাছ বলে যেন   
       তাদের স্বপ্নের গল্পগুচ্ছ থেকে
              এক-একটা অধ্যায়ের কাহিনী ..
 মাঠে মাঠে ধানের শীষেরা সবুজ রঙের   
          রেখায় সাজিয়ে রাখে
  তাদের দৈনন্দিন  গল্পগুলোকে,

আলপথ পায়ে পায়ে এগোয়
    সুদূরের সন্ধানে..
এ পথের শুরু নেই
     শেষ নেই,
  মানুষের প্রয়োজনে এ পথ
        তৈরি হয় যখন তখন।

 জীবনের কাহিনীরা যেমন
    যখন তখন শুরু ও শেষ হয়,
তবুও এক-একটা জীবন
 যেমন অলীক বস্তুর জন্য
   অসীম অপেক্ষায় কাটিয়ে চলে প্রহর,
সেরকমই এক বুক কথা নিয়ে
    মাঠেরা, ফসলেরা,লতানো গাছেরা,     
       ঘাসের আগায় শিশির কণারা,   
          সূর্যকিরণের অপেক্ষায়
 কাটিয়ে দেয় দিন-মাস-বছর;

 আলপথেরা যেন সীমারেখায়
  বেঁধে রাখে সমস্ত কল্পনা আর আল্পনাকে,
    পথ চলতে থাকে পথের মতো,
 পথিকও চলে তাল মিলিয়ে পথের রেখায়,
    যদিও পথিক বদলায় সময়ে-সময়ে,
 পথ কিন্তু  একই রয়ে যায়,
 জীবনের কাহিনীরাও
পাতা উল্টে উল্টে
   লিখে চলে তাদের
  ছোট-বড় গল্পগুলোকে
     সময়ের কালিতে, ইতিহাসের খাতায়;

    চরৈবেতির মন্ত্রের সাথে
        পা মেলানোর ইতিকথা যেন
            চলতেই থাকে
            কালান্তরের রূপরেখায়....