গত ৪ঠা জুলাই রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নিশংস ভাবে খুন করা হয় খেজুরির সিপিআইএম বারাতলা শাখার সদস্য কমরেড দেব কুমার ভূঁইয়া কে। তারই প্রতিবাদে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।
আ…
গত ৪ঠা জুলাই রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নিশংস ভাবে খুন করা হয় খেজুরির সিপিআইএম বারাতলা শাখার সদস্য কমরেড দেব কুমার ভূঁইয়া কে। তারই প্রতিবাদে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।
আজ খেজুরির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সুজন চক্রবর্তী , আব্দুল মান্নান । খেজুরি সহ দিকে দিকে বাম ও কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ এরই প্রতিবাদে আজ এই বিক্ষোভ আন্দোলন । সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন লকডাউন এর নামে প্রহসন চলছে । বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন নেই তৃণমূলের বাড়ি থেকেই লকডাউন ও আনলক সবকিছুই হচ্ছে । আর এদের জন্যই বিপদে পড়ছে সাধারণ মানুষ । তাছাড়াও তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় দুর্নীতি নিয়ে সরব হয়েছেন ।
অপরদিকে আব্দুল মান্নান বলেন এই রাজ্যে একটি দিশাহীন দুর্নীতি পরায়ন সরকার চলছে ।সর্বদলীয় সভায় একরকম সিদ্ধান্ত হচ্ছে আর ওনারা করছেন আরেক রকম । আর যার ফলে বিপদে পড়েছেন সাধারণ মানুষ । খেজুরির সভার পরে পূর্ব মেদিনীপুর জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা রয়েছে।