Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা কুটির সাহিত্য পত্রিকা সেরা লেখনী সম্মান

অলীক জীবন
মধুপর্ণা বসু

দিনের শেষে কোথাও জ্বলা বিজলী বাতি
যেন নকল হাসি বড্ড বেশী মাতামাতি,
আঁধারে যখন একটুকরো মোমের আলো,
আমার কাছে তোমার আকাশ এমন ভালো।

ভালবাসায় জড়িয়ে তুমি বেঁধেছিলে যত
মিথ্যে সুখগুলো জানে পাঁজরের ক্ষত।
আজ যদি অসু…


অলীক জীবন
মধুপর্ণা বসু

দিনের শেষে কোথাও জ্বলা বিজলী বাতি
যেন নকল হাসি বড্ড বেশী মাতামাতি,
আঁধারে যখন একটুকরো মোমের আলো,
আমার কাছে তোমার আকাশ এমন ভালো।

ভালবাসায় জড়িয়ে তুমি বেঁধেছিলে যত
মিথ্যে সুখগুলো জানে পাঁজরের ক্ষত।
আজ যদি অসুখ পাখি উড়ে যেতে চায়
কোন জোরে তাকে তুমি শেকল দেবে পায়?

মন্দ সুখের কথাগুলো হেরেছে জীবনে
অর্থ বিলাস,প্রেম,শরীর থাকেনা মনে।।
তারপর শুরু হয়, মনের বাগানে আকাল
সবই কি বস্তুগত শুধু সময়ের ফাঁকতাল?

কোন একদিন এই বিপন্ন প্রশ্ন করে মন,
এখনো কি সম্পর্কে লেনদেনই জীবন?
ধীরে ধীরে সেই সঙ্কট ছায়া যুদ্ধ করে,
মনের ভেতর উত্তর হীন শুন্যতায় মরে।

খাঁচার সুখ উদাসীন অনর্থক নিরাশায়
ভালোবাসা হেরে যায় জীবনের পাশায়।
তবু জীবন চলে দিন মাস বছরে হিসেবে
অনেক গল্প নিশ্চুপ হলেও সত্যি মনে হবে।