"অপ্রকাশিত ভালোবাসা আমার"
এইচ এম হাসান মাহমুদ
০৫/০৬/২০
শূন্যতা যখন ছিলো আমার,
ছিলো শুধু হাহাকার।
তুমি এসে পরিপূর্ণতায় ভরিয়ে দিলে,
কোন ভুল হলে ছেড়ে যেওনা চলে।
তোমাকে পাওয়ার আক্ষেপ একজন্মের নয়,
হৃদয় …
"অপ্রকাশিত ভালোবাসা আমার"
এইচ এম হাসান মাহমুদ
০৫/০৬/২০
শূন্যতা যখন ছিলো আমার,
ছিলো শুধু হাহাকার।
তুমি এসে পরিপূর্ণতায় ভরিয়ে দিলে,
কোন ভুল হলে ছেড়ে যেওনা চলে।
তোমাকে পাওয়ার আক্ষেপ একজন্মের নয়,
হৃদয় আমার কতো কথা কয়।
হাজারো জন্ম থাকবো অপেক্ষার শেষ প্রান্তে,
হেটে বেড়াই কল্পনার সীমান্তে।
তোমার অভিমান সুর্যের অগ্নিতাপের মতন।
আমাকে পুড়িয়ে কেনো এতো যতন?
তুমি তো আমার চোরাবালি।
তোমার মাঝে নিজেকে হারিয়ে ফেলি,
হয়তো আমিও রাগ করে কথা বলি।
তুমি আমার অপ্রকাশিত ভালোবাসা,
বিশ্বাসের শেষ ভরসা।
আমি বিকিয়েছি আমাতে তোমার অন্তরে,
তাইতো আসি বারে বারে ফিরে।