ভৈরবী ফাল্গুনী
বৃষ্টি (পলি ঘোষ)
যখন তুমি নতুন কুড়ি,
তখন আমি ভৈরবী ফাল্গুনী।
একটা কবিতা বৃত্তের মাঝে,
টকটকে এক গোলাপের জাল বুনি।
যখন তুমি শুকনো ডালপালা
তখন আমি মেঠো পথের ধুলা।
তোমায় বুকে জড়িয়ে দেখি
আমার অতীতের দিন গুলো।
যখন তুমি …
ভৈরবী ফাল্গুনী
বৃষ্টি (পলি ঘোষ)
যখন তুমি নতুন কুড়ি,
তখন আমি ভৈরবী ফাল্গুনী।
একটা কবিতা বৃত্তের মাঝে,
টকটকে এক গোলাপের জাল বুনি।
যখন তুমি শুকনো ডালপালা
তখন আমি মেঠো পথের ধুলা।
তোমায় বুকে জড়িয়ে দেখি
আমার অতীতের দিন গুলো।
যখন তুমি ঘুম হীন এক কালো রাত,
তখন আমি থাকি আমার আমার রূপকথার দেশে।
হাজার হাজার গল্প শুনি,
কখন ও হয় না তার শেষ।
যখন তুমি হাজার কথা,
তখন আমি কাব্যের রূপবতী।
আজ তোমার রূপের বর্ণনাতেই
আমি কাব্য হয়ে ফুটি।