শিরোনাম/অভিসার
✍️✍️জয়া গোস্বামী
১৩/০৭/২০২০
পুষ্পবিহীন আজ পূজা আমার কানা
ভক্তিবিহীন প্রাণ তোমাকে ছাড়া কানা
অন্তর যামী ক্ষমা করো তুমি শূন্য মনের
হৃদয় এর রাজা তুমি আমার পূজা মনে হয়
বৃথা করেছ…
শিরোনাম/অভিসার
✍️✍️জয়া গোস্বামী
১৩/০৭/২০২০
পুষ্পবিহীন আজ পূজা আমার কানা
ভক্তিবিহীন প্রাণ তোমাকে ছাড়া কানা
অন্তর যামী ক্ষমা করো তুমি শূন্য মনের
হৃদয় এর রাজা তুমি আমার পূজা মনে হয়
বৃথা করেছি আয়োজন বৃন্দাবনে আজো
যে বাঁশি বাজে কানা কেবলি ডাকে রাধা
রাধা বলে কি করে রাধা ঘরেতে থাক
কদমগাছে যে ফুল ফোটে কানা তুমি
নেই বলে সে আজও পরে আছে
তোমা বিনা রাধা কেবলি কাঁদিয়া মরে
আকাশ বাতাসের হাহাকার তোমার
লাগি হৃদয় শূন্যতা ময় তোমার ওষ্ঠে
যে হাসির মাধুরি তাতে হয়েছে রাধা
পাগলিনী তোমার নূপুরের কান্না
আজও রাধা কেবলি শুনিতে পায়
বৃন্দাবনে ফিরে এসো কানা তোমা ছাড়া
বৃন্দাবন কেবলি কাঁদে যুমুনার তীর
তোমাকে ছাড়া খুবই অন্ধকার
শূন্য হৃদয় তোমাকে ছাড়া কেবলি কেঁদে মরে।