Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রূপনারায়নে ধরা দিল বিশালাকার পাঙাশ মাছ

দীর্ঘ সংস্কারের অভাবে মজে গিয়েছে বহু প্রাচীন ঐতিহ্যের সাক্ষী রূপনারায়ণ নদী। রুপালি শস্য হিসেবে সাধের একখান ইলিশ পাওয়া যেন এখন প্রায় লটারি কিংবা স্বপ্নের মতোই। স্বভাবতই জীবন জীবিকার টানে  দাঁড় টানা মাঝিদের কাজ হারিয়ে বেহাল…


 দীর্ঘ সংস্কারের অভাবে মজে গিয়েছে বহু প্রাচীন ঐতিহ্যের সাক্ষী রূপনারায়ণ নদী। রুপালি শস্য হিসেবে সাধের একখান ইলিশ পাওয়া যেন এখন প্রায় লটারি কিংবা স্বপ্নের মতোই। স্বভাবতই জীবন জীবিকার টানে  দাঁড় টানা মাঝিদের কাজ হারিয়ে বেহাল দশা। লকডাউন এর বাজারে তা আরও দুর্বিষহ। এমন পরিস্থিতির মাঝেও সোমবার বিকেলে আচমকাই হাসি ফুটল কোলাঘাটের পচা মাঝির। রূপনারায়নে বর্ষাঘন কোটালের জোয়ারে তার পাতা জেলেই এদিন ধরা দিল প্রায় দশ কেজি ওজনের বিশাল একখান পাঙাশ মাছ।
আর তা দেখতেই ভির উপচে পড়ল কোলাঘাটে।

কোলা গ্রামের মৎস্যজীবী পচা খাঁড়া। লকডাউন এর বাজারে রোজকার মতো এদিনও তার ডিঙ্গি নৌকা ভাসিয়ে জোয়ারের ভরা গাঙে বেংড়ি জাল ফেলে অপেক্ষা করছিলেন শিকারের আশায়। দুর্ভাগ্য ইদানিং রূপনারায়ন সেভাবে পেট বা মন ভরাতে পারেনি। কিন্তূ আজ পচা বাবুর ভাগ‍্যটা ছিল অন‍্যরকম। একেবারে শেষ মুহূর্তে এদিন দুপুরে তার পাতা বেংরি জালে উঠে আসে  এই বড় এই পাঙাশ মাছটি। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়তে ছুটে আসেন স্থানীয় রা। মাছের দেখা ও স্বাদ পেতে তা নিয়ে বেশ হৈ-চৈ পড়ে এলাকাজুড়ে। নিমেষেই যা প্রায় ৫ হাজার টাকা দরে বিক্রি হয়ে যায়। এলাকার এক মৎস্য প্রেমী বাঙালি অসীম দাস বলেন, একাধিক কারণে রূপনারায়নের রূপালী ফসল ইলিশতো বহু আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। তাই অগত‍্যা  দুধের স্বাধ ঘোলে মিটাতে বিশাল আকার এই পাঙাস নিতে হুড়োহুড়ি পড়ে এলাকার বাসিন্দাদের।