দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনামঃ পরিবর্তন
পৃথা ঘোষ দাশগুপ্ত
14/7/20
রক্তের ধারাপাত বিশ্লেষণে
ভেসে চলেছে নদী,
কখনো উবর খাবর
কখনো বা সমতল লাশের শয্যা;
এক এক করে কেটে যাচ্ছে
জুড়ে থাকা গিটারের তার,
সুরগুলি যেন স্বরলিপি ভুলে
…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনামঃ পরিবর্তন
পৃথা ঘোষ দাশগুপ্ত
14/7/20
রক্তের ধারাপাত বিশ্লেষণে
ভেসে চলেছে নদী,
কখনো উবর খাবর
কখনো বা সমতল লাশের শয্যা;
এক এক করে কেটে যাচ্ছে
জুড়ে থাকা গিটারের তার,
সুরগুলি যেন স্বরলিপি ভুলে
বাঁচার পথ খুঁজে চলেছে বারংবার,
কয়েকটি শকুন অনেক উচ্চতায়
নজর রাখছে পৃথিবীর মাটিতে।
ঠিক তখনই মা তার শিশুকে
বুকে আগলে স্তন্যপান করাতে ব্যস্ত-
তার স্পর্শ সকল প্রতিকূলতার
চারিদিকে দেওয়াল তুলেছে,
একে একে তৈরী করেছে
অজস্র সৈন্যবাহিনী।
নদী এখন তার আপন খেয়ালে
বয়ে চলেছে,
ভয়হীন, লেশহীন, শ্রান্তি হীন-
এক অবাক পৃথিবীর কোলে মাথা রেখে
নতুন করে স্বপ্ন বুনছে
অচেনা এক ভাঙ্গা গড়ার খেলার।।।।