Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক উপসংশোধোনাগারের ক্ষৌরকার( নাপিত) করোনা আক্রান্ত

তমলুক উপসংশোধোনাগারের ক্ষৌরকার( নাপিত) করোনা আক্রান্ত। ভর্তী করানো হয়েছে পাঁশকুড়ার বড়োমা কোভিড হাসপাতালে। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল জানিয়েছেন,  ওই নাপিত গত ১০জুলাই তমলুকে উপ সংশোধানাগারে বেশ কয়েকজন কয়েদির চ…



তমলুক উপসংশোধোনাগারের ক্ষৌরকার( নাপিত) করোনা আক্রান্ত। ভর্তী করানো হয়েছে পাঁশকুড়ার বড়োমা কোভিড হাসপাতালে। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল জানিয়েছেন,  ওই নাপিত গত ১০জুলাই তমলুকে উপ সংশোধানাগারে বেশ কয়েকজন কয়েদির চুল কাটে। করোনা উপসর্গ থাকায় তমলুকের নিমতৌড়ি এলাকার বাসিন্দা ওই নাপিতের কোভিড টেস্ট হয়। গতকাল রিপোর্ট পজিটিভ আসে। আজকে ওই নাপিতকে হাসপাতালে ভর্তী করানো হয়েছে। সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে ওইদিন যে সমস্ত কয়েদি চুল কেটেছিল তাদের সনাক্ত করা হচ্ছে।কয়েকদিনের মধ্যে কয়েদিদের কোভিড টেস্ট হবে বিলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ইতিমধ্যে তমলুক উপ সংশোধনাগারে স্যানিটাইজার করার কথা বলা হয়েছে।