Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবারের সেরার সেরা পাক্ষিক গল্প সম্মাননা

পাক্ষিক প্রতিযোগিতা-২
বিভাগ- অণুগল্প
বিষয়- অলৌকিক
শিরোনাম- মনের ভূত
কলমে- প্রদীপ সেন
তারিখ- ০‌৯/০৭/২০

 নির্জন স্থানে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে একটা মস্ত বড়ো বটগাছ। ঝুড়ি নেমে নেমে এক একটা ঝুড়ি যেন এক একটা আস্ত গাছে পরিণত হয়েছে। ড…


পাক্ষিক প্রতিযোগিতা-২
বিভাগ- অণুগল্প
বিষয়- অলৌকিক
শিরোনাম- মনের ভূত
কলমে- প্রদীপ সেন
তারিখ- ০‌৯/০৭/২০

 নির্জন স্থানে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে একটা মস্ত বড়ো বটগাছ। ঝুড়ি নেমে নেমে এক একটা ঝুড়ি যেন এক একটা আস্ত গাছে পরিণত হয়েছে। ডালাপালার নিচে দিনের বেলায়ও কেমন অন্ধকার অন্ধকার ভাব। মানুষজন বলাবলি করে ও গাছে নাকি ভূত থাকে। কেউ কেউ এক ধাপ এগিয়ে বলে ওগাছে মহাদেব বিরাজ করছেন। আর যেখানে ভূতনাথ বাস করেন সেখানে ভূতপেত্নি থাকবে না, তা কি হয়?
   সত্যাসত্য যাচাই না করেই মানুষ বিশ্বাস করতে শুরু করেছে ওই বটগাছটার ধারেকাছে না ঘেঁষাই ভালো। প্রচন্ড গরম পড়লে দিনের বেলায় অনেকেই নাকি দেখেছে গাছের নিচে, ডালাপালায় বড়ো বড়ো গোখরো আর কেউটেরা এসে জিরোয়। মস্ত বড় লক্ষ্মীপেঁচা অনেকেই দেখেছে গাছের ডালে বসে ভেঙচায়। অমাবস্যার রাতে বটগাছটার ধারে কাছে ঘেঁষতে কেউ সাহসী হয় না।
   একদিন এক কান্ড ঘটে গেলো। একটা খুব সাহসী লোক এসে বুক চিতিয়ে বলল সে একশো টাকা পেলে অমাবস্যার রাতে একা বটগাছের নিচে যেতে পারবে। প্রমাণ স্বরূপ সে গাছতলায় একটা খুঁটি পুঁতে আসতে পারে।
   অমাবস্যার রাত। রাত তখন ন'টার আশপাশ। লোকটা এক কলকে বাবা ভোলানাথের নাম করে সুখটান দিয়ে বামহাতে একটা চৌকো খুঁটি আর ডান কাঁধে মুগুর নিয়ে বুক চিতিয়ে জয় বাবা ভোলানাথ বলতে বলতে এগিয়ে যেতে থাকে। থোকা থোকা জোনাকিরা উড়ছিল চারিদিকে। অগ্রহায়ণ মাস। বেশ শীত পড়েছে। লোকটি একটা চাদর চাপিয়েছে গায়ে।
   জনা কুড়ি লোক দূর থেকে ডাকাবুকো লোকটার উপর নজর রাখছিল। একশো টাকা তখনকার দিনে বেশ বড়ো অঙ্কের টাকা। লোকটা গা-ছমছমে বটগাছটার নিচে পৌঁছালো। হাঁটুর উপর বসে খুঁটিনাটি মুগুর পিটিয়ে গাড়তে থাকে ঠকাঠক। ওই শব্দে দু'তিনটে পেঁচা চিৎকার করে উড়ে গেল। দূরে শেয়ালের হাঁক। ঝিঁঝিঁপোকা ডাকছে। হঠাৎ লোকটির চিৎকার - ধরে ফেললো গো, মেরে ফেললো গো। বাঁচাও বাঁচাও।
   টর্চ জ্বেলে হাতে লাঠি বল্লম নিয়ে লোকগুলো ছুটে গেল বটগাছটার নিচে। গিয়ে দেখে লোকটা খুঁটি পুঁততে গিয়ে চাদরের উপর দিয়ে খুঁটি পুঁতে ফেলেছিল। যেই সে উঠতে যাচ্ছিল পেছনে কে যেন চাদরটা টেনে ধরে রাখলো মনে হতেই চিৎকার। সবাই বুঝলো ব্যাপারটা। হো হো করে হেসে উঠলো সবাই। লোকটা বোকার মতো হেসে বলে - আমার একশো টাকা?