Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার-এর পাক্ষিক সেরা লেখনী সম্মাননা

বিষয়-কবিতা
শিরোনাম-স্মৃতি রোমন্থন
কলমে- অপূর্বা ঘোষ
তারিখ-২৯।০৬।২০২০

শৈশব যে ছিল বড্ড আদরের,
আহলাদে-আবদারে বাল্যকাল বেশ ছিল সুখের,
এই দেখোনি! সেইদিনের কথা কেবল,
মা-বাবা, ভাই-বোন সবাই ছিলাম এক‌ই ঘরের।

ঢ্যাঁ ঢ্যাঁ করে বড় হ‌ওয়া,
কি…


বিষয়-কবিতা
শিরোনাম-স্মৃতি রোমন্থন
কলমে- অপূর্বা ঘোষ
তারিখ-২৯।০৬।২০২০

শৈশব যে ছিল বড্ড আদরের,
আহলাদে-আবদারে বাল্যকাল বেশ ছিল সুখের,
এই দেখোনি! সেইদিনের কথা কেবল,
মা-বাবা, ভাই-বোন সবাই ছিলাম এক‌ই ঘরের।

ঢ্যাঁ ঢ্যাঁ করে বড় হ‌ওয়া,
কিছু কাল র‌‌ইতাম সেই ছোট্ট বেলায়,তাহলে কী বা হতো?
কেড়ে নিয়ে গেল সময় যে বাল্যকাল আমার,
স‌ময়কে থামানোর সাহস তাও  আবার কে করতো!

মায়ের আঁচলের মা মা গন্ধ,
মায়ের হেঁসেলের সেই নানা ব্যঞ্জন,
বাবা দপ্তর থেকে বাড়ী ফিরলে,
বাবাকে দেখে আরম্ভ করা সেই পড়াশুনার গুঞ্জন।

মায়ের কোলে যত্নে শুয়ে থাকা,
বাবার সেই মাথায় আমাদের স্নেহের ছোঁয়া,
ভাই-বোনেরা এক সাথে বসে কত্ত গল্প আর খেলা,
সেই দিন আজ বড্ড কঠিন ফিরে পাওয়া।

অবসর সময়ে ঠামমি এর কাছে গিয়ে গল্প শোনা,
দাদুর ভাগের প্রসাদ খাওয়া,
আজ কোথায় জানি আছে ঠামমি-দাদু কাঁর বাড়ি কি বা জানি,
ঠামমি-দাদুও ভাগ হয়েছে তাঁদের ছেলেদের মাঝে, মুশকিল তাঁদের খোঁজ নিতে যাওয়া।

জগৎ ছিল বড় সরল সেইবেলা,
মানুষের মাঝে ছিল সর্বোপরি মানবিকতা,
আজকের যুগে শুধু একে অপরকে ঠকিয়ে খাওয়া,
বহন করছে সকলে হিংসা,পরের সুখে জ্বলে যাওয়ার মানসিকতা।

বড় কৃত্রিম হয়েছে এই যুগ,
বললে বলে এই যুগে রয়েছে আধুনিকতা,
মা-বাবা ভাই-বোনের আজ আশর মেলে না,
সবাই ব্যস্ত আজ নিয়ে যান্ত্রিক,চারিপাশে শুধু বৈষম্যতা।

মায়ের আঁচলের গন্ধ আর মেলে না,
এ যুগের মা রাও যে নব পোষাকে ঢাকা,
বাবা রাও ব্যস্ত টার্গেট মেলাতে,
সবার শুধু দৌড়, পয়সার পিছু ভাগা।

ভাই-বোন ছিল কত্ত নিজের,
আজ তাদের মনেও হিংসে করেছে ঘর,
কোথায় মুড়কিও খাওয়া হতো ভাগাভাগি করে,
আজ সংসার ভাগাভাগি,ব্যস্ত হিসেব নিয়ে কে পাবে কত দর।

মা এর সাথে গল্পের বিশেষ সময় নেই,
কিন্তু 'শো-অফ'ঠিক আছে 'সেলফি' তোলা,
মা-বাবা ঠিক শিখে নিয়েছে কমবেশ,
যুগের সাথে তালে তাল মেলা।

ছোটদের গলায় মেলা,বড়দের প্রণাম করা,
আজ সব‌ই পড়ে আছে 'মেসেজ' এর গল্পে,
কেউ কাউকে আজ আর শ্রদ্ধা  করেনা,
দেখুনী যে সব, আত্মসম্মান ঠেঁস হয় আবার নাকি অল্পে।

কোথায় গেল সেই সোনার দিন,
রবীন্দ্র আর নজরুল গীতিতে সাজতো সাঁঝের বাতি,
বছর গেলেও আর কবিগুরুর একখানা গল্প পাঠ হয় না বোঝলে,
কিন্তু পঁচিশে বৈশাখ 'ফেসবুক','ইনষ্টা' তে উঁপচে পড়বে রবীন্দ্র নৃত্য আর গীতি।

সোনার খাঁচায় বদ্ধ হয়ে র‌‌ইলো সোনার দিনগুলো,
সব‌ই যেন আজ ঘোর অন্ধকারে,
শুধু স্মৃতির নাগরদোলা,
তার রোমন্থন করলাম এই নিষ্ঠুর সংসারে।

কৃত্রিম ভাই এই সংসার ছদ্মবেশে ঘেরা,
কে আপন কে পর আজ সব‌ই বলা মুশকিল,
নব প্রজন্মের ভবিষ‌‌ৎ কি আর বা হবে,
বিদেশে গিয়ে করবে লেখা পড়া, কিন্ত দেশের পাঠ তার মনে হবে জটিল।

দোষ কী আর ওদের বলো,
তোমার আমার শিক্ষায় ওদের গড়ে ওঠা,এই সত্যি কি পারবে বদলাতে,
তুমি-আমি তো ছিলাম পুরনো,
পারতাম তো বলো পারতাম না সেই পুরনো শিক্ষা ধরে রাখতে?