#সাপ্তাহিক_প্রতিযোগিতা(১৫)
লেখনী- #নন্দিনী_কর
শিরোনাম- #বৃষ্টি_তুই
০৬/০৭/২০
বৃষ্টি থাকুক কাব্য হয়ে
কবির জন্য খোলা খাতায়
বৃষ্টি আমার বুকের ভেতর,
কেশ এলিয়ে চোখের পাতায়।।
বৃষ্টি আসুক বুকের মাঝে
বৃষ্টি নামুক চোখের তারায় ,
উ…
#সাপ্তাহিক_প্রতিযোগিতা(১৫)
লেখনী- #নন্দিনী_কর
শিরোনাম- #বৃষ্টি_তুই
০৬/০৭/২০
বৃষ্টি থাকুক কাব্য হয়ে
কবির জন্য খোলা খাতায়
বৃষ্টি আমার বুকের ভেতর,
কেশ এলিয়ে চোখের পাতায়।।
বৃষ্টি আসুক বুকের মাঝে
বৃষ্টি নামুক চোখের তারায় ,
উঠোন জুড়ে সকাল সাঁঝে
বৃষ্টি ঝরুক অঝোর ধারায় |
বৃষ্টি আমার বন্ধু হবি ?
মনের মিতা, খেলার সাথী ?
আঁকবি নাকি দুঃখ-ছবি ?
আঁধার কালো রাতের বাতি !
বৃষ্টি তোকে জড়িয়ে ধরে,
আয় না কাছে , একটু কাঁদি ;
তোরও কি মন কেমন করে ...
বুকের ভিতর বইলে নদী !
তোর বঁধুয়া আনবাড়ি যায়
তোর আঙিনায় চরণ ফেলে ?
তোর কি তখন মন মেঘে ছায় ?
গলায় আসে কান্না ঠেলে ?
বৃষ্টিরে... তোর পায়ে পড়ি
রাখ না যত কাজের দোহাই
সই পাতালাম , শপথ করি,
দেবনা আর তোকে রেহাই |