Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য-সৃষ্টি-সাহিত্য-পরিবার-এর-পাক্ষিক-সেরার-সেরা-লেখনী-সম্মাননা

পাক্ষিক কবিতা প্রতিযোগিতা
পর্ব-০২
বিভাগ- কবিতা
শিরোনাম-শব্দ প্রেমিক
কলমে-সজীব মজুমদার
তারিখ -29/06/2020

          ' শব্দ প্রেমিক '

গোধূলীর নিভন্ত সূর্যও শরবেঁধা শোকের কাছে পরাজিত ,
রক্তাত্ব ঋজুরেখার কাছে শব্দের পুঞ্জিত প…


পাক্ষিক কবিতা প্রতিযোগিতা
পর্ব-০২
বিভাগ- কবিতা
শিরোনাম-শব্দ প্রেমিক
কলমে-সজীব মজুমদার
তারিখ -29/06/2020

          ' শব্দ প্রেমিক '

গোধূলীর নিভন্ত সূর্যও শরবেঁধা শোকের কাছে পরাজিত ,
রক্তাত্ব ঋজুরেখার কাছে শব্দের পুঞ্জিত প্রবাহ নিমজ্জিত।

উচাটন মনঃশিলা উলম্ব ছায়ার কাছে ঘৃণিত ,
ধারালো চাবুকের কাছে বরফ শব্দ অনুরণিত।

অভিশপ্ত অভিমানে শব্দের স্পর্শ যেন সাদা কাচের আলিঙ্গন।
দিকভ্রান্ত জেনেও ভাঙা শব্দের উষ্ণ স্মৃতি বিবর্ণ ন্যারেশন ।
হলুদ চিঠির ঠোঁটের ফাঁকে ঘুমন্ত শব্দ চুম্বনের ছেঁড়া ব্যাকরণ।

দিকচক্রবালের কুঞ্জছায়ায় বিশাখার জাগরণ ;
উল্কার আছড়ে পড়া শূন্য বুকে মৃত্যু কঙ্কাল সহস্র অট্টহাসিতে যেন প্রপঁচিত শব্দের স্খলন।
শব্দ প্রেমিকের ভারে কুপোকাত ওই ব্যঞ্জনা ,
পরাজিত তবুও চঞ্চল চোখে  বিষাদের রক্তমাখা আলপনা।

বদ্ধ উন্মাদনায় হৃদয় হয়েছে ভার শূন্যতায় ,
অজস্র শব্দে বাঁচিয়ে রাখার উপন্যাস লেখা রয়েছে মনের খাতায়।
জলতরঙ্গের শব্দঘর যেন ডুবন্ত অন্তঃপুরের এক এলোকেশীর মরণছায়া ,
বৃষ্টির রিমঝিম শব্দে মনে আসে আকুল মায়া।

কাব্য কথার ইচ্ছারা আজ বুঝি উড়াল পক্ষী ,
গর্জে উঠেছে বিষের  ঠোঁট ,শব্দ প্রেমিকের অসমাপ্ত প্রেমের শারীরিক নির্যাতন ই তার সাক্ষী ।