Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য-সৃষ্টি-সাহিত্য-পরিবার-এর-পাক্ষিক-সর্বোত্তম-লেখনী-সম্মাননা

পাক্ষিক পর্ব—২

ই' কুন ভাল্যবাসা
নদেরচাঁদ হাজরা
২৯.৬.২০২০

অ' বাবুরা ,
তুরা ত' বুলস
হিরদয়ের উৎসস্থলে ভাল্যবাসার জনম দিস ৷
কিন্তুক কুন ভাল্যবাসা রে !
কসাইয়ের মুরগী পোষার মুতন ভাল্যবাসা  ?
লাভের কড়ি যখুন উয়ঠে আস্যে
তখুন …

পাক্ষিক পর্ব—২

ই' কুন ভাল্যবাসা
নদেরচাঁদ হাজরা
২৯.৬.২০২০

অ' বাবুরা ,
তুরা ত' বুলস
হিরদয়ের উৎসস্থলে ভাল্যবাসার জনম দিস ৷
কিন্তুক কুন ভাল্যবাসা রে !
কসাইয়ের মুরগী পোষার মুতন ভাল্যবাসা  ?
লাভের কড়ি যখুন উয়ঠে আস্যে
তখুন ত' 'ঘচাং ফু' ৷
ভাল্যবাসা তখুন কুন দরজা দিয়া পলায় রে !
লিজ অহংকারে ফুইলতে ফুইলতে ত' বুঁদ হয়্যা থকস ৷
অথচ মুখে কুথার তুবড়ি ছুটত্যে থাক্যে
ছুটত্যে থাক্যে
ছুটত্যেই থাকে ৷
চিরন্তন ভাল্যবাসার জনম কেন্যে হয়না রে তুদের বুক্যের ভিতর ?
আধুনিকতার গরবে কি জ্বলতেই থাকস জ্বলতেই থাকস ?
মুনখানাকে কি চিরন্তন করতে পারস লাই !
ভাল্যবাসা যে লাভ দেয়খ্যেনা রে !
উ ত' সুখ্যে দুঃখ্যে জনমে মরণে থেইখে যায় রে !
আর তুদের ভাল্যবাসা দেইখে মুদের হাসি পায় রে !
ই জায়গায় মুরা তুদের থিক্যা ধনী আছি বট্যে ৷
মুদের কাছে ভাল্যবাসাখান চেরন্তন থাক্যে রে ৷
মুদের ট্যাকা পুয়সা না থাকিলেও
বিদ্যেখান না থাকিলেও
ভাল্যবাসা ভরা থাক্যে রে ৷
মুদের বুক্যের ভিতর ভাল্যবাসা জমি থাক্যে সারাডাক্ষণ ৷
আয় কেন্যে
তুদের ভাল্যবাসা শিখায় দিব
ভাল্যবাসা দিয়া দিব ৷
কিন্তুক তাইতেও মুদের ভাল্যবাসা কিছু কমবেক লাই রে
বরং তা আরো বাড়ি যাইবে ৷