Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা -১৮ কবিতা - বিষাদী মনকলমে-স্বপন কুমার মান্না। তাং- ০৩/০৮/২০২০********************মান করেছে অভিমানী মান ভাঙাবে কোন সে দানী নাই সে এখন পাশে,চাওয়াটা তার নয়তো বেশি ভাবছে বসে এলোকেশীসুজন কখন আসে।
চারদিকে আজ ভয়ের …


 সাপ্তাহিক প্রতিযোগিতা -১৮ 

কবিতা - বিষাদী মন

কলমে-স্বপন কুমার মান্না। 

তাং- ০৩/০৮/২০২০

********************

মান করেছে অভিমানী 

মান ভাঙাবে কোন সে দানী 

নাই সে এখন পাশে,

চাওয়াটা তার নয়তো বেশি 

ভাবছে বসে এলোকেশী

সুজন কখন আসে।


চারদিকে আজ ভয়ের খেলা 

করবে কে তা অবহেলা 

ঘরেই সবাই বন্দী, 

কতদিন আর থাকবে একা 

মনের মানুষ পায়নি দেখা 

ভুলছে সকল ফন্দি। 


তাইতো বসে একলা মনে 

কইছে কথা নদীর সনে 

অভিমানের সুরে,

এইখানে সে করছে খেলা 

সঙ্গী নিয়ে বিকেলবেলা 

আজ যেন সব দূরে। 


আবার কবে দেখবে আলো 

কাটবে অমানিশার কালো 

আসবে খুশির রেশ,

মান অভিমান দূরে যাবে 

আপনজনে সামনে পাবে 

বাঁচবে সারা দেশ।

********************