সাপ্তাহিক প্রতিযোগিতা - ১৮বিভাগ : পদ্য কবিতা
" নিদান কালে উদাস বাউল" -হরষিত মজুমদার।
তাং- ০৫.০৮.২০২০ --------------------------------------------
সাজছি ভাবুক উদাস বাউল গেরুয়া আমার…
সাপ্তাহিক প্রতিযোগিতা - ১৮
বিভাগ : পদ্য কবিতা
" নিদান কালে উদাস বাউল"
-হরষিত মজুমদার।
তাং- ০৫.০৮.২০২০
--------------------------------------------
সাজছি ভাবুক উদাস বাউল
গেরুয়া আমার বেশ,
পল্লী গাঁওয়ে ঘুরব-ফিরব
মিলবে খুশির দেশ।
সংসার মায়ায় যে ডুব দিয়েছে
ভুলেছে প্রভুর নাম,
ন্যায় - অন্যায় কোনটা সঠিক
পায়নি হৃদয়ে দাম।
অর্থ থাকলে ক্ষমতাও থাকে
সাধারণ ঘোরে ফেরে,
অর্থ জোগায় মান-সম্মান
মানবিক নেয় কেড়ে।
ধন নিয়ে হয় খুন-রাজনীতি,
গরীবের পেটে লাথি,
ভোট ভিক্ষারী ভোটের সময়
গরীব বানায় সাথী।
বিবেকের খাতা শূন্য হলেও
যমরাজ সব লেখে,
হিসাব তোমায় দিতে তথা হবে
জীবন পঞ্জী দেখে।
-------------------------------------------
মাত্রাবৃত্ত ছন্দ =৬+৬+৬+২
লাইন সংখ্যা =২০
স্থান : ছাদবাগান, জনাই, হুগলি।
--------------------------------------------