Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

স্বপ্ন_______
আজ জ্যোৎস্না বাসরে ফিরে আসে চাঁদ , স্বপ্ন জমা হয়।এক বাওঁ মিলেছে , দুই বাওঁ মিলেছে আরো আরো মাপো - মিলেছে ,গল্প শোভাময়।পরাণ মাঝি , ওই দেখো নাও খানি পাল মেলেছে ,আনন্দে নাচছে ঢেউ এর তালে তালে।অনন্ত বাঁশী বেজেছে শব্দহীন ম…

 

স্বপ্ন

_______


আজ জ্যোৎস্না বাসরে ফিরে আসে চাঁদ , স্বপ্ন জমা হয়।

এক বাওঁ মিলেছে , দুই বাওঁ মিলেছে আরো আরো মাপো - মিলেছে ,

গল্প শোভাময়।

পরাণ মাঝি , ওই দেখো নাও খানি পাল মেলেছে ,

আনন্দে নাচছে ঢেউ এর তালে তালে।

অনন্ত বাঁশী বেজেছে শব্দহীন মূর্ছনায়।


এইযে কুসুমপুর গ্রাম - চাদরের পরে চাদর মেলানো রাঙামাটি

সবুজ ঘাস আর কিছু বকুলফুল ,,

সবাই একসাথে চলেছে বিলাসীতলার মাঠ পেরিয়ে ,

কুসুমডাঙার দীঘিজল পেরিয়ে ,

আলপথ ধরে ঘুরে চলে যায় দু-রে- বহুদূর -- অনেকদূর।

পরাণ মাঝি ,

ওঠো দেখি ঘুম থেকে -

ওই দেখো , মাঝি জন্ম ঘুচলো তোমার -

নাওখানি একলা যেতে যেতে যেতে আলপথ কে সঙ্গী করেছে।

মাধবীলতার সাথে ঘর বেঁধেছে হলুদ প্রজাপতি।


বাবা , ভূষণ কাকা , আমিনা কাকী ওই দেখো , শ্রাবনের পাগল হওয়াতে

লক লক করে উড়ছে জমাট বাঁধা স্বপ্ন ,

আকাশনীল আর সবুজ পরীর মাঝে নুপুরের বোল উঠছে রুনুরুনু

পাকদন্ডী বেয়ে দ্বিধাহীন শকুন্তলা -- ধ্যানমগ্ন।


আজ আর কোনো কান্না নয় বুড়িমা , তিয়াত্ত্বর বছর ধরে তোরং খানি খুঁজে খুঁজে খুঁজে ,

পরশ পাথর খানি পেলে ? ছানি পড়েছে চোখে আজ এতদিনের অযত্নে

তোমার যত্ন মাখা স্বপ্ন গুলো এলোমেলো।

ছেড়ে ছুড়ে সব চলো তো বিনা অছিলায় ঘুরে আসবে বিলাসীতলার মাঠে ,

তোমার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে

স্বপ্ন দেখা ভুলে গেছে কালোকেলো মানুষগুলো।


তুমি খালি পরশপাথর খুঁজে যাচ্ছ এতগুলো দিন ধরে ,

দেখতে পাওনা - একচোখ পিচুটি গোলা চোখে - দুটো নুন ভাত নিয়ে হাসিমুখে যখন

আমিনা কাকী ছিদাম কাকার হাতে ধরিয়ে দেয় -

আর তার সাথে হাত তালি দিয়ে ওঠে ঘুঘু গুলো।

তার নাম ই স্বাধীনতা।


শ্রীপর্ণা