কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষা কর্মীদের স্থায়ীকরণের দাবিতে সাংবাদিক সাক্ষাৎ তাম্রলিপ্ত মহাবিদ্যালয়।
কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষা কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সাংবাদিক সাক্ষাতের মাধ্যমে তুলে ধরেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়েল এম…
কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষা কর্মীদের স্থায়ীকরণের দাবিতে সাংবাদিক সাক্ষাৎ তাম্রলিপ্ত মহাবিদ্যালয়।
কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষা কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সাংবাদিক সাক্ষাতের মাধ্যমে তুলে ধরেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়েল এমপ্লয়িজ সমিতি, পূর্ব মেদিনীপুর জেলা কমিটি।।
কলেজে কলেজে কর্মরত সকল স্থায়ী অস্থায়ী কর্মচারীদের 60 বছর পর্যন্ত কাজের নিরাপত্তা দেওয়া। কর্মরত অস্থায়ী কলেজ কর্মচারী দের সরকারি স্বীকৃতি প্রদান করা। নির্দিষ্ট বেতন পরিকাঠামোর মধ্যে বেতন প্রদান করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন অস্থায়ী শিক্ষাকর্মী রা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মহাবিদ্যালয় এর সেমিনার হলে সাংবাদিক সাক্ষাতের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয় এর অধ্যক্ষ আব্দুল মতিন। উপস্থিত ছিলেন অস্থায়ী শিক্ষাকর্মীদের সভাপতি উত্তম লিচকা সহ অন্যান্য সদস্যরা।
পূর্ব মেদিনীপুর জেলায় অস্থায়ী কর্মচারী রয়েছেন প্রায় 300 জন। যা রাজ্যে 6 হাজার অস্থায়ী শিক্ষাকর্মী রয়েছে। বাম আমল থেকেই অস্থায়ী হিসেবে কাজ করছে এইসব অস্থায়ী শিক্ষাকর্মী রা। গত কয়েক বছর ধরে বিভিন্ন মহলে দাবি জানিয়ে আসছেন কলেজের অস্থায়ী কর্মীরা। কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের কোনো সদুত্তর পাননি। অথচ কলেজ পরিচালন সমিতি দ্বারা নিয়োগকৃত কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের দায়িত্ব যদি সরকার নেয় বেতন স্বীকৃতি প্রদান করতে পারে তবে সেই একই কলেজের একই পরিচালন সমিতি দ্বারা নিয়ন্ত্রিত কলেজ কর্মচারীরা আজও কেন ব্রাত্য থাকবেন, এখন সেটাই প্রশ্ন।