করোনা মোকাবেলার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় মশার লাভা মারতে গাপ্পি মাছের পোনা পৌর স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেওয়া হল। তাম্রলিপ্ত পৌরসভার কুড়িটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হাইড্রেন গুলিতে যেখানে জল জমে থাকে পরিষ্কার করার কোন উপ…
করোনা মোকাবেলার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় মশার লাভা মারতে গাপ্পি মাছের পোনা পৌর স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেওয়া হল। তাম্রলিপ্ত পৌরসভার কুড়িটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হাইড্রেন গুলিতে যেখানে জল জমে থাকে পরিষ্কার করার কোন উপায় নেই। সেই সব জায়গায় এই গাপ্পি মাছের পোনা ছাড়া হবে। মশা সহজে যাতে জন্মাতে না পারে তার আগেই গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নিয়েছেন পৌরসভার দপ্তর। তমলুক ব্লক থেকে 4000 গাপ্পি পোনা তাম্রলিপ্ত পৌরসভা কে দেওয়া হয় । করোণার পাশাপাশি ডেঙ্গুকে হালকাভাবে নেওয়া যাবে না। রাজ্য সরকার বারে বারে মানুষকে সচেতন করছেন। গাপ্পি মাছের পোনা ছাড়াও তাম্রলিপ্ত পৌরসভার স্বাস্থ্য কর্মীদের হাতে স্যানিটাইজার মাক্স তুলে দেওয়া হয়।