Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তোলার মাধ্যমে শারদ উৎসবের সূচনা নন্দকুমারের বনেদি বাড়ির পুজো

নন্দকুমারে ব্যবত্তা বাটির বনেদি বাড়ির ৩৫০ বছরের দূর্গা পুজো করোনা আবহে এবছরে অনেকটাই ম্লান।মাটি তোলার মাধ্যমে শারদ উৎসবের সূচনা নন্দকুমারের বনেদি বাড়ির পুজো।। 
পুরোনো রীতিনীতি মেনে প্রতিবছরের মত এবছরও নন্দোৎসবের দিন মাটি তোলা হয় …

 

নন্দকুমারে ব্যবত্তা বাটির বনেদি বাড়ির ৩৫০ বছরের দূর্গা পুজো করোনা আবহে এবছরে অনেকটাই ম্লান।মাটি তোলার মাধ্যমে শারদ উৎসবের সূচনা নন্দকুমারের বনেদি বাড়ির পুজো।। 


পুরোনো রীতিনীতি মেনে প্রতিবছরের মত এবছরও নন্দোৎসবের দিন মাটি তোলা হয় প্রতিমা গড়ার জন্য। গত বছরও মহাধুমধাম করে এই মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছিল। কিন্তু এবছর করোনা আবহে চারিদিকে কিভাবে উৎসব অনুষ্ঠান পুজো হবে, এখনো কেউ জানেনা । রথযাত্রার মাঙ্গলিক অনুষ্ঠান হলেও রথ টানা হয় নি এবছর। ব্যবত্তাদের এই বাড়ির পুজোকে কেন্দ্র করে পাশাপাশি বেশ কিছু গ্রামের মানুষ আসতো। পরিবারের সদস্যরা যারা বাইরে থাকেন তারাও পুজোর চারটি দিন ব্যবত্তা বাটিতে চলে আসতেন। কিন্তু এবছর করোনা আবহের জন্য পুজোর সব কিছুতে একটু বিধিনিষেধ করা হয়েছে। তাই মাটি তোলার মাঙ্গলিক অনুষ্ঠানে মুখে মাস্ক পরে অল্প সংখ্যক লোকজন নিয়ে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পতিতালয়ের মাটি তুলতে যান ব্যবত্তাবাটির পরিবারে লোকজন।


 ব্যবত্তাদের এই বিশাল পরিবারের পদবি পরিবর্তন করে কেউ রেখেছেন ভট্টাচার্য কেউবা চক্রবর্তী। পরিবারের সদস্যরা জানান, ৩৫০ বছরের পুজো বন্ধ তো করা যায় না। তাই নিয়ম বিধি মেনে বেশি জমায়েত না করে পুজোর চারটি দিন মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মায়ের আরাধনা করা হবে। মাটি তোলার মাধ্যমে শারদ উৎসবের সূচনা হয়ে গেল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বনেদি বাড়ির পুজো।