Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দূর্গার-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

★★★মন প্রেমিক★★★
         সম্পা সরকার

আদি হতে অন্ত,
দিগ্ হতে দিগন্ত,
কোন সে জনম হতে
তোমায় খুঁজে চলেছি
আমার মনপ্রেমিক।
যে তুমি শরীরের খাঁজে ভাজে
প্রেম খুঁজবে না,
শরীর জীবনের আধার, বুঝবে না।
যৌবনের টান বুঝবে না,
যে ঠোঁটের উত্তাপ খ…


★★★মন প্রেমিক★★★
         সম্পা সরকার

আদি হতে অন্ত,
দিগ্ হতে দিগন্ত,
কোন সে জনম হতে
তোমায় খুঁজে চলেছি
আমার মনপ্রেমিক।
যে তুমি শরীরের খাঁজে ভাজে
প্রেম খুঁজবে না,
শরীর জীবনের আধার, বুঝবে না।
যৌবনের টান বুঝবে না,
যে ঠোঁটের উত্তাপ খুঁজবে না।
আলিঙ্গনে উষ্ণতা খুঁজবে না।
যে আমায় ছুঁয়েই উত্তাল হবে না ।
উন্মত্তমাতাল হবে না।
পৌরুষ তোমার অভিমানী হবে না ,
ছূঁয়েছো তবুও সাড়া আমার পাওনি বলে,
সাড়া আমি দিইনি বলে।
যে তুমি মন বুঝবে ,
মনের শীতলতা বুঝবে, শীতল প্রেমের আকুলতা বুঝবে।
অনুভূতি র ব্যাকুলতা বুঝবে।
সৃষ্টির খেলায় মাততেই হবে এমন বিশ্বাস তোমারো নেই।
কেবল সেই টানেই আসবে না কাছে।
আমার মনের মত,
আমার মন বুঝবে,
আকুল ভালোবাসা বুঝবে।
সেই তোমাকে খুঁজছি।
তোমায় খুঁজছি হন‍্যে হয়ে ,
তন্ন তন্ন করে,
কোথায় তুমি আমার মন প্রেমিক?
খুঁজতে খুঁজতে বড্ড ক্লান্ত আমি।
এবার দাও ধরা,
আমার মন,মনের কাছে।
আমার মনপ্রেমিক....!