নিসর্গ
দেবাশিস ভট্টাচার্য্য।
প্রকৃতির গর্ভজাত তিলোত্তমা তুমি।
অন্তরে তোমার বহে, নিখাদ প্রকৃতি।
তুমি অনন্য সুন্দর, স্বীয় স্বর্গভূমি।
তুমি মম নিত্য স্বপ্ন, প্রাণ রস অতি।
তোমাতেই সর্বসুখ, পবিত্র সলিল।
তোমাতেই প্রকাশিত অনন্য ভঙ্গিমা…
নিসর্গ
দেবাশিস ভট্টাচার্য্য।
প্রকৃতির গর্ভজাত তিলোত্তমা তুমি।
অন্তরে তোমার বহে, নিখাদ প্রকৃতি।
তুমি অনন্য সুন্দর, স্বীয় স্বর্গভূমি।
তুমি মম নিত্য স্বপ্ন, প্রাণ রস অতি।
তোমাতেই সর্বসুখ, পবিত্র সলিল।
তোমাতেই প্রকাশিত অনন্য ভঙ্গিমা।
তুমি নিরহংকারী, দিগম্বরী নীল।
তোমাতেই খুঁজে ফিরি, মৌলিক প্রথমা।
হৃদয় পিঞ্জর পটে, তব চিত্রপট।
তুমি গুণী চূড়ামণি, তুমি অপরূপা।
তোমার তুমিকে তুমি, করেছ আমার।
নৈসর্গিক বেলাভূমি, প্রাকৃতিক তট।
মনোভূমিবাসী তুমি, হৃদয় সমীপা।
তোমাতেই খুঁজে ফিরি শাশ্বত আধার।