Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

#সধবার_একাদশী
#শিমলা

আমাকে একমুঠো শিউলি দিও প্রিয়,
একটা মালা বানাবো বিরহের,
 আমার ঠাকুর ঘরে যে বিগ্রহটা প্রতিষ্ঠা করেছি  তার ঔজ্জ্বল্য ফিকে হয়ে গেছে,
ক্লান্তির ছাপ হয়তোবা।
 অষ্টপ্রহর ভালোবাসি  ভালোবাসি এমন আহ্লাদে ক্ষয়ে যাচ্ছে ত…



#সধবার_একাদশী
#শিমলা

আমাকে একমুঠো শিউলি দিও প্রিয়,
একটা মালা বানাবো বিরহের,
 আমার ঠাকুর ঘরে যে বিগ্রহটা প্রতিষ্ঠা করেছি  তার ঔজ্জ্বল্য ফিকে হয়ে গেছে,
ক্লান্তির ছাপ হয়তোবা।
 অষ্টপ্রহর ভালোবাসি  ভালোবাসি এমন আহ্লাদে ক্ষয়ে যাচ্ছে তার আস্তরণ,
 আর আমার পুড়েছে হৃদয় গন্ধ বিহীন সুঘ্রাণে,
এবার বোধহয় বিসর্জনের বাজনা বাজাতে হবে,
একটা লাল পেড়ে  সাদা শাড়ি পড়ে নিলাম।
ইচ্ছে ছিলো দুধ সাদা শাড়ি  পড়বো ,
সমর্পনের আলোয় রঙিন হবে তার রঙ,
ইচ্ছের কাছে বহুকিছু বিকিয়েছি বহুবার,
এবার আমি পাল্টিয়েছি পথ......রথ,
 লাল পেড়ে  সাদা শাড়ি , কপালে রক্তজবার রঙ, হাতে সাদা শিউলির মালায় লালচে আভা,
ভাসিয়ে দিলাম বিগ্রহ,
এবার তবে শুরু হলো সধবার একাদশী।