সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৯
বিষয়:নীল আকাশ
কবিতা
"শপথ"
কলমে
শক্তিশঙ্কর পানিগ্রাহী
******************
মাগো তুমি আকাশ হবে
নীলাম্বরী রূপে।
আমরা তোমার তারা হয়ে
থাকবো হৃদয়ে তে।
বাবা যখন সূর্য তেজে
জ্বলবে দিনের বেলা,
আমরা ত…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৯
বিষয়:নীল আকাশ
কবিতা
"শপথ"
কলমে
শক্তিশঙ্কর পানিগ্রাহী
******************
মাগো তুমি আকাশ হবে
নীলাম্বরী রূপে।
আমরা তোমার তারা হয়ে
থাকবো হৃদয়ে তে।
বাবা যখন সূর্য তেজে
জ্বলবে দিনের বেলা,
আমরা তখন শিখব বসে
জীবনের পথ চলা।
তাকিয়ে দেখ মেঘলা আকাশ
ঢেকেছে সূর্যালোক।
কিন্তু সেতো ক্ষনিক মাগো
আসছে তো আলোক।
প্রভাত আলোয় রঙিন হব
থাকবে বাবার তেজ।
তোমার মত উদার এমন
দু-এর সন্নিবেশ।