Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

|| স্বাধীনতার চুয়াত্তর ||       -- স্বপন  সমাদ্দার 
আমরা তো বৃদ্ধ হ'লাম !    কেন আর এ তঞ্চকতা ? এসো,এবার সবাই মিলে    খুলে বলি মনের কথা !!
ফুলে-ফলে, বুদ্ধিবলে      এ ভারত মহান যদি , আমরা তার কী-ই বা পেলাম?কী পেলাম অদ্যাবধি?স্বা…

 

|| স্বাধীনতার চুয়াত্তর ||

       -- স্বপন  সমাদ্দার 


আমরা তো বৃদ্ধ হ'লাম !    কেন আর এ তঞ্চকতা ? 

এসো,এবার সবাই মিলে    খুলে বলি মনের কথা !!


ফুলে-ফলে, বুদ্ধিবলে      এ ভারত মহান যদি , 

আমরা তার কী-ই বা পেলাম?কী পেলাম অদ্যাবধি?

  

স্বাধীনতা?বলছ কাকে? কাকে দেখে বলছ স্বাধীন?

যে মানুষ জন্মে হ'ল--     ভিটে-মাটি,চালচুলোহীন?


দেশটা কি সব মানুষের?ভেবে দ‍্যাখো,বলছ তো ঠিক?

কাকে বলে দেশদ্রোহী,   কারা খাঁটি দেশপ্রেমিক?


করোনার মৃত্যুমিছিল   দেখেও যাদের কাছে

মন্দিরই প্রাধান্য পায়,  তাদের মনুষ্যত্ব আছে?


আমাদের স্বাধীন দেশে    বুঝি না কোনটা যে ন‍্যায়;

আমাদের গণতন্ত্রে          মানুষের ভোট কেড়ে নেয়!


স্বাধীনতা, গণতন্ত্র ...    আছে  আজ কী যন্ত্রণায়...

রোজ রাতে স্বপ্নে এসে  তারা কত গল্প শোনায়...


' স্বাধীনতা নাম ছিল তার    সেই সাতচল্লিশেতে !

লতা-পাতা সবার ঘরেই   উঁকি দিত আসতে যেতে,


কত সুখের গল্প হ'ত      কত চালাঘরের দাওয়ায়;

মাঝেমাঝে আসত অতীত বুকফাটা দমকা হাওয়ায় 


এইভাবে আসতে যেতে     এল তার যাওয়ার পালা!

নিমেষেই শুকিয়ে গেল      ভালবাসার স্বপ্ন-মালা !!


স্বাধীনতা এখন কোথায় ?   বন্দী সে রাজপ্রাসাদে! 

তোমার-আমার দুঃখ দেখে  মনে মনে গুমরে কাঁদে!


কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে     বলে,আমার নেই সে  নাম আর ...

আমি তাকে বুঝিয়ে বলি,   স্বাধীনতা,হৃদয় আমার,


কেন তুই মিথ্যে কাঁদিস? সবাই আছি তোরই পাশে!

আমরা তোকে মুক্ত করে   উড়ে যাব নীল আকাশে!