Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

মুখোশের আড়ালে।  ****************** প্রবীর রায়।  ************** তারিখ: ১৬/০৮/২০২০ ************************ ওই মুখোশের অন্তরালে , মুখের দেখা কোথায় পাই । আসল মুখের হদিশ পেতে , নকল মুখটা দেখতে পাই  ।
মুখোশ পরে আছে সবাই , আসল মানুষ কোথায় পাই।  আস…




মুখোশের আড়ালে। 
******************
প্রবীর রায়। 
**************
তারিখ: ১৬/০৮/২০২০
************************
ওই মুখোশের অন্তরালে ,
মুখের দেখা কোথায় পাই ।
আসল মুখের হদিশ পেতে ,
নকল মুখটা দেখতে পাই  ।

মুখোশ পরে আছে সবাই ,
আসল মানুষ কোথায় পাই। 
আসল  বা নকল কে ?
কি করে তা জানবো ভাই ?

নকল মানুষ আছে বলেই ,
আসল মানুষ ঠকছে তাই। 
আসল নকল চিনতে পারি ,
সত্যি যখন বাস্তবে যাই ।

সন্দেহ যদি থাকে মনে, 
যাচাই করে নিও ভাই ।
বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে, 
মনকে খুলে রেখো তাই ।

মনের মানুষ মনে থাকে,
তাকে নিয়েই থাকতে চাই। 
তাকে নিছক যাচাই করে, 
মনের ভুল ভাঙ্গতে চাই।