Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৯বিষয়-শ্রাবণ ধারা ঝরা রাতশিরোনাম- বাল্যকালের বারোমাস-সুমন বিশ্বাসতারিখ ২৯.০৫.২০২০ খ্রিষ্টাব্দ।----------------------------------------------------
বোশেখ মাসে বর্ষবরণ মেলা বলবৎ,জ্যৈষ্ঠে আসে জামাইষষ্ঠী আষ…

 

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৯

বিষয়-শ্রাবণ ধারা ঝরা রাত

শিরোনাম- বাল্যকালের বারোমাস

-সুমন বিশ্বাস

তারিখ ২৯.০৫.২০২০ খ্রিষ্টাব্দ।

----------------------------------------------------


বোশেখ মাসে বর্ষবরণ মেলা বলবৎ,

জ্যৈষ্ঠে আসে জামাইষষ্ঠী আষাঢ় এলে রথ।


শ্রাবণ অন্তে ঘটপুজো আর বিশ্বকর্মা ভাদ্রে,

খাল-নদীতে নৌকা বাইচ সারী গানের নাদ রে!  


আশ্বিন মানে শারদীয়া ঢাক ধুনচি নাচ-

তার কিছু পর লক্ষী-কালীর পুজোর গন্ধের আঁচ।


কার্তিক পুজো পরের মাসে অঘ্রায়ণে ইঁতু-

পৌষজুড়ে খেজুর রসে সংক্রান্তি হয় থীতু।


মাঘের শীতের পঞ্চমীতে পূজা সরস্বতীর-

ফাল্গুনে দোল ভাঁটির পুজো ব্যস্ততা সংগতির।


চৈত্রে চড়ক দেল পূজা আর 

পটগান খেজুর ভাঙা-

বছর শেষের সুখানন্দ ফের বোশেখে চাঙা।


এছাড়া ইদ-শবেবরাত গ্রাম্যমেলা এলে-

মনানন্দে প্রেমতরঙ্গে দিতেম ডানা মেলে।


যাত্রা-কবি-গাজির পালা কীর্তন-রামায়ণ-

ত্রিনাথ-শনি পূজা মচ্ছব করতো আয়োজন।


খেলাধুলা-সঙ্গী-সাথী

খাল-বিল-মাঠ-বন,

স্বাধীনতার নীলাম্বরে পাখি হিরামন।


এখন আমার জীবনপাত্র ভুলের ছিদ্রে চালন-

এইগুলি তাই সেই সুখে আর হয় না লালন-পালন।