Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

#প্রহসন 
যেমন নিরাভরণ মনপাখিটা উড়তে চায় মুক্তি উন্মাদনায়।"স্বাধীনতা"--তোমারো কি এমন ইচ্ছের জন্ম হয়েছিল?পায়ের শিকল ছিঁড়েউড়াতে চেয়েছিলে মুক্তির কেতন? ভাঙ্গতে চেয়েছিলে বেড়ি স্বাধীনতার আলোয়?
কিন্তু,দেখো নিয়তির কি করুণ পরিহাস!…

 

#প্রহসন 


যেমন নিরাভরণ মনপাখিটা উড়তে চায় মুক্তি উন্মাদনায়।

"স্বাধীনতা"--

তোমারো কি এমন ইচ্ছের জন্ম হয়েছিল?

পায়ের শিকল ছিঁড়ে

উড়াতে চেয়েছিলে মুক্তির কেতন? 

ভাঙ্গতে চেয়েছিলে বেড়ি 

স্বাধীনতার আলোয়?


কিন্তু,দেখো নিয়তির কি করুণ পরিহাস!

মুক্তির অছিলায় তোমার দেহে জড়ানো হ'ল-

সংহতি নামের হাস্যকর প্রহসন,

ধর্ম নিরপেক্ষতার সোনার পাথরবাটি হ'ল আভরণ 

তোমার জলশূন্য পলি পড়া চোখ,ঢাকা পড়েছে-

হিংস্রতার কালো ধোঁয়ায়!

ফাগুনের রাঙা গোধূলিও লজ্জা পায় রক্তের উদ্দাম হোলিতে!

জতুগৃহের গল্পকথা যদিও আর কল্পকথা নয়!


আজ তোমার দেহে জমেছে নিষ্ঠুরতার মেদ!

মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ করার নিত্য অভিসারে তুমি শঙ্কিতা! 

পাঁজরের বন্দীশালে গুমরে কাঁদে অবিশ্বাসের ক্ষত!

ভ্রান্ত সময়ের কৈশোর পথ হারিয়ে ছুটছে অবিরত। 


"হে স্বাধীনতা"

পায়ে পায়ে তোমার বেড়েছে বয়স

অভিজ্ঞতায় পাক ধরেছে চুলে,

বারুদ বিষে জন্ম নেওয়া স্বপ্নগুলো,

কেন আজও আঘাত পেতে আগলে রাখো 

জীর্ণ আঁচলে?


.....শম্পা