#স্বাধীনতা_কিনবে?#শর্মি_দে
কিগো, স্বাধীনতা কিনবে?
কোন স্বাধীনতা?
ঐ যে গো! চুয়াত্তর বছর আগে কিছু রক্ত আমাদেরকে দিতে চেয়েছিল যে স্বাধীনতার স্বাদ, ওইটা! কিনবে?
তুমি বিক্রি করছো কেন? শহিদের যন্ত্রণামাখা স্বাধীনতা বিকিয়ে দিতে তোমার লাগ…
#স্বাধীনতা_কিনবে?
#শর্মি_দে
কিগো, স্বাধীনতা কিনবে?
কোন স্বাধীনতা?
ঐ যে গো! চুয়াত্তর বছর আগে কিছু রক্ত আমাদেরকে দিতে চেয়েছিল যে স্বাধীনতার স্বাদ, ওইটা! কিনবে?
তুমি বিক্রি করছো কেন? শহিদের যন্ত্রণামাখা স্বাধীনতা বিকিয়ে দিতে তোমার লাগছে না?
তা আর বলতে! কষ্ট হয় বৈকি! কিন্তু ঐ স্বাধীনতায় যে পেট ভরে নাগো, ইজ্জতটাও থাকে না!
কাদের পেট ভরে? কে ইজ্জত নিয়ে যায়?
শুধু পেট নয়, পেটপিঠপকেট সবই ভরে! ওই যে সাদা গাড়িতে সাদা কাপড় পরে স্বাধীনতার রঙ মেখে সাইরেন বাজিয়ে গরিবদের পিষে যায় ওদের!
আর ইজ্জত? সেতো সাত থেকে সত্তর কেউ যে রেহাই পাইনা গো , স্বাধীনতার বল্কলে স্বাধীনতার ধর্ষণকামী পুরুষেরা স্বাধীনতার পতাকা ছিঁড়ে ইজ্জত নিয়ে যায় আমাদের!
চাই না এমন বিবেকহীন স্বাধীনতা,,,
আমাদের খুব অল্প কিছু চাই গো !
যেমন?
বাবার কারখানাটা খুলে দাও!
একটু পেট ভরে ভাত খাবো --
একটুকরো ছাও দাও!
চোখ ভরে ঘুমাবো--
একটুকরো কাপড় দাও
লজ্জা ঢেকে রাখবো--
আর --
আর কী?
আর! জাতহীন ধর্মহীন ধর্ষণহীন,,,একটা স্বাধীনতা দাও!