Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

... " স্বাধীনতা  না কি  স্বাধীনচেতা "...  @ ত্রিদিব কুমার বর্মণ ।     ------------------------------------------------   ♥  -----------------------------  দেখেছি , ----   স্বাধীনতা , স্বাধীন  আমার দেশ ,  ইংরাজদের শাসন ম…

 

... " স্বাধীনতা  না কি  স্বাধীনচেতা "...  @ ত্রিদিব কুমার বর্মণ ।

     ------------------------------------------------   ♥  -----------------------------

 

  দেখেছি , ----   স্বাধীনতা , স্বাধীন  আমার দেশ ,  ইংরাজদের শাসন মুক্তি ' র যবনিকা ... ,

   দেখেছি  স্বচক্ষে ,  রাতগভীরে  ' ভারত মাতা'র পতাকা উড্ডীন ' ,

   শুনেছি ,  ' জয় ভারত ' জয়োল্লাস ধ্বনি ,  ' ভারত মাতা কী জয় ' ....

   পেয়েছি ,  হিন্দু - মুসলমান দাংগা ,  উদ্বাস্তু  হয়েছি ,  বংগ - ভংগ হয়েছে ...

   হাজার - লক্ষ  শহীদের রক্তে  দেশ স্বাধীনতা পেয়েছে ...।

    সুযোগী নেতারা মন্ত্রীপরিষদ গড়েছে , বলছে , -- '  ভারত  মহান  '.... ।


    বংগবীর ' নেতাজী সুভাষ চন্দ্র বসু ' বলেছিলেন , --- "  দেশের প্রকৃত স্বাধীনতা পেতে

    লাগে, অনুশাসন ও অনুশীলন কমপক্ষে দশ বছর ,  আগে নিজেকে গড়ো, জাতিকে 

    গড়ো,  দেশ গড়বে এমনিতেই ... ।  "

    কর্ণপাত করেনি কিছু সুযোগী নেতা.. । ব্রার্ত্যই রয়ে গেলেন.... ।


    শিখছি ,  শিখছি অনেক কিছু ,  --  দেশ বিভাজন ,  টাকা জালিয়াতি ,  ওষুধ ও খাদ্যে

    ভেজাল , ভুয়ো ডাক্তার ও শিক্ষক ,  এ.টি. এম.  ব্যাংকে টাকা লোপাট ,  নারী ধর্ষণ ,

    পাপড়িফুল সম শিশু নির্যাতন ,  হা - ভাতে নিরীহ মানুষদের বস্তি উচ্ছেদ, বোফর্স , ভূষি ,

     সারদা , নারদা , কয়লা কেলেংকারী  আরো কত কী... ।  হিসেবের কেল্লাফতে... !

     আদালত চ'লে অংগুলি হেলনে.. ।  বিচার কাঁদে নিভৃতে... । সিণ্ডিকেট রাজ চলছে

     চারদিক.. ।  ন্যায়ভোট নেই.. ।  তুঘলকি নিয়মে পিশছে নিরীহ মানুষ....।


    দেখছি ,  দেখেই চলেছি একাত্তরটি ' কালো বসন্ত  ' পেরিয়ে ,  আজো বলছে ,  --

    ' মেরা ভারত মহান '.., ' দেশ অগ্রগতির পথে '.. , ' শ্রেষ্ঠ আসন লভে '... ।

    গরীব থাকবে না... ।  ভেদাভেদ থাকবে না.. ।  সবার সমান অধিকার থাকবে.. ।

    ন্যায় থাকবে... ।  নীতি থাকবে.. ।  আরো কত হাজার বুলি.. ! তবে কি বুজরুকি সবই..!!


     " স্বাধীনতা' র খোলসে  কি স্বাধীনচেতা মাত্রাধীক বিভীতক  কালোছায়া   "...... !!!!