শিরোমাম-শোকাবহ আগষ্টকলমে-রানি অনিতাবিভাগ-গদ্য কবিতা ১৫/৮/২০
আগষ্ট মাস।থমথমে আকাশ বাতাস।ধরণী হয়েছে মলিন।অরুণ আলোর অঞ্জলি হয় না।পাখিরা বেদনা ভারাক্রাম্ত,তাই গায় না প্রভাতী গান।হাসে না ফুলেরা।প্রজাপতি নেচে নেচে রঙিন পাখামেলে সানন্দে …
শিরোমাম-শোকাবহ আগষ্ট
কলমে-রানি অনিতা
বিভাগ-গদ্য কবিতা ১৫/৮/২০
আগষ্ট মাস।
থমথমে আকাশ বাতাস।ধরণী হয়েছে মলিন।
অরুণ আলোর অঞ্জলি হয় না।
পাখিরা বেদনা ভারাক্রাম্ত,
তাই গায় না প্রভাতী গান।হাসে না ফুলেরা।
প্রজাপতি নেচে নেচে রঙিন পাখামেলে সানন্দে বেড়ায় না উড়ে।
শ্যামলাঙ্গনে অবনত বৃক্ষরাজির মস্তক।
নিখিল-অশ্রু সাগরের কূলে।
হৃদয়তন্রে হাহাকার সকল মানুষের।
১৯৭৫ সালের ১৫ আগস্ট!
হে মহামানব!
হে জাতির পিতা!
হে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি!
ঘাতকরা তোমার শোনিতে রঞ্জিত করেছিল এই বাংলার মাটি।
হে বঙ্গবন্ধু!
শুধু তোমাকেই না—
ওরা রক্তাক্ত করেছিল, খুন করেছিল
তোমার পরিবারের সদস্যদেরকে!
ছোট্ট নিষ্পাপ রাসেল সোনাকেও...
নরপিচাশরা দেখায়নি সামান্যতম মায়া-মমতা।
এমন নিষ্ঠুর হৃদয়বিদারক ইতিহাসে যে কোনো মানুষের হৃদয়ে মর্মভেদী হাহাকারের যন্ত্রণায় অশ্রু ঝরে পড়ে,
বাকরুদ্ধ হয় পৃথিবী।
তুমি বজ্রকণ্ঠে বলেছিলে,
যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে।
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"
এমন শক্তিশালী স্বরের অসীম ক্ষমতা আর কোনোদিন হবে না কারো।
আমাদের মুক্ত করলে
এনেদিলে লাল-সবুজের পতাকা।
এনে দিলে সার্বভৌমত্ব।
যা বাঙালির গর্ব।
তুমি চেয়েছিলে এই বাংলাকে করতে
আদর্শ রাষ্ট্র,
সোনার করে গড়ে তুলতে সোনার করে...
ওরা নির্মমতায় ভেঙে চুরমার করে
দিয়েছে তোমার স্বপ্ন-সাধ।
জনক হারানোর শোকে জাতি শোকাতর,
মূহ্যমান।
থমকে দাঁড়ানোর দিন শেষ।
তোমার অভয় বাণী আর প্রদর্শিত পথ
অনুসরণ করে ঘুরে দাঁড়িয়েছে বাঙালি।
তুমি আছ বাঙালি সত্তার সাথে মিশে।
তুমি অক্ষয়,অম্লান।
এদেশের মাটি-মানুষের সাথে আছ তুমি।
থাকবে অনন্তকাল হয়ে প্রেরণার উৎস।
----------------------------------------