Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

শ্রাবণ পূর্ণিমা
মালা সেন দে
৪।৮।২০২০

আজ শ্রাবণ পূর্ণিমা, আকাশে নেই কোনো দুন্দুভী নিনাদ ,
সারা শরীর জুড়ে রুপালী জোছনার মোহময়ীরূপ ।
রাতের আকাশে তোমাকে ঘিরেই যত আয়োজন ,
পৃথিবীর সব সৌন্দর্য হেরে যায় তোমার কাছে ।
আমিও হেরে যাই তোমায়…


শ্রাবণ পূর্ণিমা
মালা সেন দে
৪।৮।২০২০

আজ শ্রাবণ পূর্ণিমা, আকাশে নেই কোনো দুন্দুভী নিনাদ ,
সারা শরীর জুড়ে রুপালী জোছনার মোহময়ীরূপ ।
রাতের আকাশে তোমাকে ঘিরেই যত আয়োজন ,
পৃথিবীর সব সৌন্দর্য হেরে যায় তোমার কাছে ।
আমিও হেরে যাই তোমায় দেখে , বলতে পার হার মানি ,
কি গভীর উন্মাদনা জাগে শিরায় শিরায় ।
যখন দেখি জানালায় ছড়িয়েছ তোমার বীভাবরী রূপ ,
প্রতি পূর্ণিমায় ছাদের আলসেতে এসে বসে  আছো দেখি !
দুহাত বাড়িয়ে ছুঁতে চাই , অবগাহন করার ইচ্ছেটা প্রবল হয় ।
সাগরের বিস্তৃত জলরাশি নৃত্য করে প্রতিটি ঢেউয়ের অবাধ্যতায় ,
মুক্তোর মত তুমিও কি অহংকারী ?
ভালবাসার কাঙাল উন্মাদ মধ্য রাত , সমুদ্র , নদী কানায় কানায়
ভরে ওঠে তোমারি সোহাগী ভালবাসায় ।
হারিয়ে যাওযা প্রেম খুঁজে ফেরে জোছনারাত,
পৃথিবীর অনন্ত চলায় প্রেম , ভালোবাসার কাব্যে  দাও নির্ঝরিনী সুর ।
তোমার ভালবাসার আভিজাত্যে হই নিরুপায় ,
সীমার মাঝে অসীম তুমি , তাইতো আমার বসে থাকা নির্জনতায় ।
চাঁদ ও চাঁদের পূর্ণতা দেখবো বলে ,
একবার তোমার নীল জোছনায় নিজেকে নতুন করে পেতে চাই ॥