Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

আর ভাল্লাগে না ছাই*******************বেদব্রত বসু 
অপেক্ষায় ছিলাম জানো আমিও?বসতে চাই আবার তোমার পাশে।অভিমানটা হ'লে এবার থামিও,মেটাতে চাই যা করে হোক এ মাসে।।
স্মৃতির পাতায় টাটকা সেই ক্ষতওটা নিয়ে তো ভেবেছি অনেকবারআমার কথায় হচ্…

 

আর ভাল্লাগে না ছাই

*******************

বেদব্রত বসু 


অপেক্ষায় ছিলাম জানো আমিও?

বসতে চাই আবার তোমার পাশে।

অভিমানটা হ'লে এবার থামিও,

মেটাতে চাই যা করে হোক এ মাসে।।


স্মৃতির পাতায় টাটকা সেই ক্ষত

ওটা নিয়ে তো ভেবেছি অনেকবার

আমার কথায় হচ্ছিলেনা সম্মত

পুরুষ দম্ভে সম্পর্কই ছারখার।


ভুলটা সেদিন পুরোই ছিল আমার।

বুঝেছি আজ বয়সের সাথে সাথে,

উদ্যোগী তাও হইনি মোটে থামার,

জেতার আগ্রহ ছিল তর্কটাতে।।


সেই দামাল চরিত্র আজ স্মৃতি

ভুলটা স্বীকার করার প্রবল ইচ্ছে,

শেষ হোক আজ তিক্ততার ইতি,

মনের কোণে কি যেন নাড়া দিচ্ছে!!.


বৃদ্ধ লোকটা আজ পরিণত বেশ

গপ্পেই শেষ হোক যুক্তি তক্কো,

চাইছে সে ভুল বোঝাবুঝির শেষ

বিচারবোধ তার আগের থেকে পক্ক।


তোমার কাছে এগিয়ে এসেছি তাই,

পারলে তুমি একটু সাড়া দিও,

ক্ষমা শিখিয়েছেন গৌর নিতাই,

আশায় থাকতে ভালোবাসি আমিও।।