Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা Cassiopeia-Literature-Magazine-Daily-Best-Honors

বিভাগ--- গদ্য কবিতাশিরোনামঃ--- জাগরণ ১০/০৮/২০২০মনোরঞ্জন আচার্য্য 
 কথা তার কথা রাখেনি, তাই কথারা পথ হারিয়েছে অসম্পূর্ণতার ঘোলা জলে,ধারকরা আলোতে যার এত সৌন্দর্য, সে কেন এতরূপের অহংকারের কথা বলে।
পূর্ণিমার চাঁদ একটু একটু করে ক্ষইত…


  বিভাগ--- গদ্য কবিতা

শিরোনামঃ--- জাগরণ 

১০/০৮/২০২০

মনোরঞ্জন আচার্য্য 


 কথা তার কথা রাখেনি, তাই কথারা পথ হারিয়েছে অসম্পূর্ণতার ঘোলা জলে,

ধারকরা আলোতে যার এত সৌন্দর্য, সে কেন এত

রূপের অহংকারের কথা বলে।


পূর্ণিমার চাঁদ একটু একটু করে ক্ষইতে ক্ষইতে একদিন ডুবে যায় গভীর অন্ধকারে,

চাঁদের সারা শরীরে নেমে আসে অমানিশার রাত্রি

 সে ও তখন নতুনের সন্ধানে ঘোরে।


অসৎ পথে গমন করতে করতে একদিন মানুষ

হয়ে যায় অসৎ, তবে নারী কেন শুধু অসতী হবে?

বিবেকের কাছে প্রশ্ন রেখে যায় বর্তমান সময়

ভাববার সময় কি হয়নি এখনো তবে?


গভীর রাত্রির পদধ্বনি শুনিয়ে যাচ্ছে প্রভাত- আগমনের গান, বলছে ওঠো জাগো,

ছড়িয়ে দাও বিজয়ের গান প্রতিটি ঘরে ঘরে

নব প্রভাতের শুভ আগমনে।


কলকাতা দমদম।