Page Nav

HIDE

Post/Page

May 23, 2025

Weather Location

Breaking News:

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#স্মৃতিপটে_আঁকা
                   মনিকান্ত।           ১০/০৮/২০২০=====================================অল্প একটু আড়াল হলেই একটা কালো মেঘ নেমে আসতো সেদিন... 
পার্কের নীরব বেঞ্চ জানিয়ে দিততোর মন খারাপ আজ। গোধূলিও বেমানান... 
কয়েক পশলা …

 


#স্মৃতিপটে_আঁকা


                   মনিকান্ত।           ১০/০৮/২০২০

=====================================

অল্প একটু আড়াল হলেই 

একটা কালো মেঘ নেমে আসতো সেদিন... 


পার্কের নীরব বেঞ্চ জানিয়ে দিত

তোর মন খারাপ আজ। গোধূলিও বেমানান... 


কয়েক পশলা অভিমানেই

ভিজে যেত চশমার কাঁচ। মুছে নিতিস আঁচলে... 


তখন প্রহর গুনেই পেরিয়ে যেত

শরৎ ভোর। গ্রীষ্ম দুপুর কিংবা বসন্ত বিকেল... 


এখন অবশ্য ভাঙা আয়নায়

আস্তরণ পড়ে গেছে অপরিচিত ধুলোর... 


ফিরে গেছে ঘুলঘুলির চড়াই

বাসাখানি রেখে গেছে ফেরার সুতীব্র আশায়... 


পুরানো আসবাবের সোঁদা গন্ধ 

চিনিয়ে দিয়ে যায় তোর অস্তিত্বের আলাপন... 


রাত নামে রোজের নিয়মে -

ধূসর স্মৃতিপটে আঁকা হয় নিত্য নতুন অভিসার...