Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

কবিতা-- মানসাগরেকবি--চন্দন তুষার তপন      ১৩/০৮/২০২০ফেপেফুলে ওঠে কতো স্ফিতবুকেসিক্ত লবণের লবণাক্ত কান্না ওগো সাগর তাই -  তুমি অনন্যা তুমি অনন্যা হে' তুমি'ই অনন্যা !
ওই কান্না আমিও যে' ওগো বুঝি গুমোট চাপা কুল ভাঙ্গা অন্…

 

কবিতা-- মানসাগরে

কবি--চন্দন তুষার তপন

      ১৩/০৮/২০২০

ফেপেফুলে ওঠে কতো স্ফিতবুকে

সিক্ত লবণের লবণাক্ত কান্না 

ওগো সাগর তাই -  তুমি অনন্যা 

তুমি অনন্যা হে' তুমি'ই অনন্যা !


ওই কান্না আমিও যে' ওগো বুঝি 

গুমোট চাপা কুল ভাঙ্গা অন্তরে --

বুকে বাঁধা বালুচর বেদনার ঘর 

বোঝাই কারে আমি বোঝাই কারে !


বোঝেনি কেউ বোঝাওনি যে বুঝি 

কার রোদনে নিজেকে সেথা খুঁজি 

আমার গানের রব মিশে যাক 

ওগো -- আমার পারাবারের মাঝি ,


তবু তুমি কাঁদো ওগো তুমি কাঁদো 

বিনা কারণে' কোথা বিনা কারণে !

অকারণে মনে বেশ জোরে কাদোঁ 

বলোনি যা-- কেমনে আমি বুঝি?

                ______________