Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগঃ-কবিতা শিরোনামঃ " এ কেমন স্বাধীনতা "কবিঃ সনাতন কুন্ডু তারিখঃ-14-08-2020
                " এ কেমন স্বাধীনতা "স্বাধীনতার অর্থ যে কী সত্যি কি জানে আমজনতা? জেনেও করে না জানার ভান যত দেশ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগঃ-কবিতা 

শিরোনামঃ " এ কেমন স্বাধীনতা "

কবিঃ সনাতন কুন্ডু 

তারিখঃ-14-08-2020


                " এ কেমন স্বাধীনতা "

                        

স্বাধীনতার অর্থ যে কী সত্যি কি জানে আমজনতা? 

জেনেও করে না জানার ভান যত দেশের মন্ত্রী নেতা।

"জোর যার মুলুক তার"স্বাধীনতার আজ এটাই অর্থ 

স্বেচ্ছাচার আর অত্যাচারে আজ দেখি স্বাধীনতা ব্যর্থ ।।


"যা খুশি তাই করবো আমি" এই চলছে অরাজকতা 

পাড়ায় পাড়ায় বাহুবলী সবে এটাই নাকি স্বাধীনতা ।

সাতচল্লিশে স্বাধীন দেশ তবু হয়নি দেশবাসী স্বাধীন 

নেতামন্ত্রীরা সবাই ব্রিটিশরাজ আমজনতা পরাধীন ।।


বুকের ভিতর দগ্ধ আগুন শুধুই পুড়ছে গোটা দেশ 

তোষণ নীতি ধর্মবিভেদে বাড়ছে যত ক্ষোভ বিদ্বেষ ।।

পথে ঘাটে ভয় নিরাপদ নয় ওই নারীদের পথচলা 

ঘটে চারিদিকে সমাজের বুকে শ্লীলতাহানির খেলা ।।


কত বিপ্লবীর প্রাণ বলিদানে দেশটা হয়েছে স্বাধীন 

বুকে হাত রেখে বলতে কি পারি নই কারও পরাধীন ।

অন্তরালে আজও রয়ে সেই গেছে ব্রিটিশের বাহুবল

আমজনতার আছে পায়ে বাঁধা সেই দাসত্বের শৃঙ্খল ।।


রাস্তায় পড়ে অনাথ শিশুরা জোটেনা খাবার পেটে 

চাঁদের আলোয় পথের ধুলোয় সারা দিনরাত কাটে।

অনাহারে বুকে রয়েছে জমানো কত না দুঃখ ব্যথা 

অন্নবস্ত্রের তরে কাঁদছে সবাই এ কেমন স্বাধীনতা?


চারদিকে শুধু দুর্বৃত্তায়ন আর যত দাগীরা ক্ষমতাসীন 

এখানে দাঁড়িয়ে বলতে কি পারি আমরা আজ স্বাধীন।

আজও মেটেনি জ্বলন্ত সমস্যা কাশ্মীর ভারতের মাথা 

একইভাবে শুধু জ্বলছে এখনও যেন রাবনের চিতা।।


স্বাধীনতা মানে দেশকে শুধু বিদেশি মুক্ত করা তো নয়

দেশের অভ্যন্তরেও সবাকার যেন সম্পূর্ণ স্বাধীনতা রয়।

"সকলের তরে সকলের আমরা"এই বাণীই ভালোবাসি 

নৈরাশ্যবাদী নই আজও মোরা তাই স্বাধীনতায় প্রত্যাশী।।


                                  সমাপ্ত