#নদী_সই
নদী বোঝে আকাশ কত নীল,বুকের ভিতর সে যে মিশে আছে। ঢেউয়ের ভিতর ঢেউয়ের আনাগোনা, প্রেমিক সাগর মন বাড়িয়ে পিছে।।
দিগন্তে ওই সবুজ সবুজ ছোঁয়া, আইবুড়ো আঁচ লাগে তা'র মনে । ডাল ধরে তার বাতাস দেয় নাড়া, গোপন কথা মন পেতে সে শোনে।
নদীর…
#নদী_সই
নদী বোঝে আকাশ কত নীল,
বুকের ভিতর সে যে মিশে আছে।
ঢেউয়ের ভিতর ঢেউয়ের আনাগোনা,
প্রেমিক সাগর মন বাড়িয়ে পিছে।।
দিগন্তে ওই সবুজ সবুজ ছোঁয়া,
আইবুড়ো আঁচ লাগে তা'র মনে ।
ডাল ধরে তার বাতাস দেয় নাড়া,
গোপন কথা মন পেতে সে শোনে।
নদীর বুকে দুলছে দ্যাখো সাঁকো,
কে কখন যে পাড় হবে কী জানি।
আয় না আরও কোলের কাছে ঘেঁষে,
না'হয় লোকে করবে কানাকানি।
কানাকানি টা হো'ক না জানাজানি,
তোর, আমার বয়েই গেলো তা'তে।
প্রেমিক বোঝে প্রেমের ভাষা খানি',
ঘনিষ্ঠ স্রোত তাইতো বয় রাতে।
উজানে আজ চলনা দু'জন ভাসি,
ভাটির টানে গভীর হ'বো মিশে।
অশান্তিরা ঘনিয়ে আসুক রাতে।
তোর, আমার, ভয় বলনা কী সে?
একলা নদী চলতে পারে না'তো,
আকাশ থেকে ভালোবাসা নামে।
স্বপ্ন গুলো ভিজিয়ে দিয়ে আলোয়..
গোপন ইচ্ছে লিখে পাঠায় খামে।
আবার কখন বৃষ্টি হয়ে ঝরে,
খুনসুটিরা জমিয়ে করে খেলা।
নদীর কাছে মেঘের অনেক ঋণ,
কী করে সে করবে অবহেলা।
পৃথিবী আর তুমি আমি মিলে,
ভাসি ক'দিন জীবন নদীর স্রোতে...
একটা সুতোয় সাঁকোটা যে বাঁধা,
অন্তিম স্বাদ আছে রে ওৎ পেতে।
#শ্বেতা_ব্যার্নাজী
১৩,৮,২০