শুচি অশুচি প্রদীপ সেন আগরতলা, ১৩/০৮/২০
লোকটা গলির মোড়ে এসে এদিক-ওদিক দেখলোনা, কেউ দেখছে না।এরপর দ্রুতপায়ে গলির ভেতর ঢুকে বন্ধ দরজায় দু'দুবার টোকা দিতেইদরজাটা খুলে গেলো। লোকটা ঘরে ঢুকতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেলো। এরপর ভ…
শুচি অশুচি
প্রদীপ সেন
আগরতলা, ১৩/০৮/২০
লোকটা গলির মোড়ে এসে এদিক-ওদিক দেখলো
না, কেউ দেখছে না।
এরপর দ্রুতপায়ে গলির ভেতর ঢুকে
বন্ধ দরজায় দু'দুবার টোকা দিতেই
দরজাটা খুলে গেলো।
লোকটা ঘরে ঢুকতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেলো।
এরপর ভেতরে প্রাপ্তি আর তৃপ্তির পঞ্চাঙ্ক নাটক।
অনেকক্ষণ পর ধার্য দক্ষিণা ছেড়ে
নাটকের নায়ক বেরিয়ে আসে।
তৃপ্তি আর আনন্দে মনে মনে গান গেয়ে গেয়ে
গলির মুখে এসে একটু দাঁড়ালো
এদিক ওদিক চোখ ফেলে দেখে নিল
না, কেউ তার তীর্থদর্শনের সাক্ষী নেই।
বাড়ি ফিরে সে সোজা বাথরুমে।
কেন, কী হলো? এই রাতে আবার স্নান?
স্ত্রী জিজ্ঞেস করে।
লোকটা উত্তর দেয়
আসার সময় নর্দমার পা পড়ে যায়
গা-টা কেমন ঘিন ঘিন লাগছে
একটু শুচি হয়ে আসি।
লোকটি বেরিয়ে এলে স্ত্রী তার শরীরে গঙ্গাজল ছিটায়
বলে, গঙ্গা গঙ্গা, এবার তুমি দেহে-মনে শুচি হলে।
কী এক নকল স্বস্তির চাদরে ঢাকা পড়ে গেল
অন্তরের অশুচি অনুভূতিগুলো!