#আগামীর স্বপ্ন#ইলা কারকাট্টা27:08:20পুরোনো কাগজ,ভাঙা-চোরা বিক্রিহেঁকে যেতো সামনের রাস্তা দিয়ে।লকডাউনে বন্ধ হয়ে গেছে আজওদের ঐ সামান্যতম রোজগার।আয়লায় কেড়ে নিয়েছে ঘর-বাড়িআমফানে কেড়েছে ওদের তাবুর ঘর।করোনার দাপটে বিদ্ধস্থ সারা পৃথিবীক…
#আগামীর স্বপ্ন#
ইলা কারকাট্টা
27:08:20
পুরোনো কাগজ,ভাঙা-চোরা বিক্রি
হেঁকে যেতো সামনের রাস্তা দিয়ে।
লকডাউনে বন্ধ হয়ে গেছে আজ
ওদের ঐ সামান্যতম রোজগার।
আয়লায় কেড়ে নিয়েছে ঘর-বাড়ি
আমফানে কেড়েছে ওদের তাবুর ঘর।
করোনার দাপটে বিদ্ধস্থ সারা পৃথিবী
কেড়ে নিয়েছে ওদের সব রোজগার।
পরিচারিকার কাজে রাখছে না কেউ
অভাবী পেটে খিদের জ্বালায় হাহাকার।
খিদেয় কাঁদে অভাবী ঘরের শিশু
ছাদহীন ঘরে ওরা রোদে জলে ভেজে।
সব কিছু হারিয়ে ওরা নিস্ব আজ
কিছুই নেই ওদের চালাবার মতো জীবিকার।
তবুও আশায় বুক বাঁধে আগামীর স্বপ্নে
পৃথিবী আবার আগের মতো সুস্থ সুন্দর হবে।
আবার ফিরে পাবে সকলে তাদের রোজগার
গরম ভাত দু'বেলা ওরা পেট ভরে খাবে।
(মূল লেখা সংরক্ষিত আছে)