Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

মুর ভারতবর্ষনদেরচাঁদ হাজরা২৮.৮.২০২০
ই জঙ্গলডাই মুর ভারতবর্ষমুই শহর দেখি লাইঝলমলে বিজলিবাতিতে চকচক করে লাইসকালে সুয্যির আলোয় ঝলমল করেমুদের দ্যাশরাইতে চান্দের আলোয় ভইরে যায় মুদের পিরথিবীখানমুরা জঙ্গল লিয়ে পাহাড় লিয়ে নদী লিয়েবেশ আছি …

 


মুর ভারতবর্ষ

নদেরচাঁদ হাজরা

২৮.৮.২০২০


ই জঙ্গলডাই মুর ভারতবর্ষ

মুই শহর দেখি লাই

ঝলমলে বিজলিবাতিতে চকচক করে লাই

সকালে সুয্যির আলোয় ঝলমল করে

মুদের দ্যাশ

রাইতে চান্দের আলোয় ভইরে যায় মুদের পিরথিবীখান

মুরা জঙ্গল লিয়ে পাহাড় লিয়ে নদী লিয়ে

বেশ আছি রে ৷

ইটাই আমার ভারতবর্ষ

সরলতায় মাখামাখি কইরে বেশ আছি

যতটুকুন ফাঁকা জমি আছে

চাষ করি

জঙ্গলে জঙ্গলে ঘুইরে রসদ লিই

জঙ্গল মুদের মা আছে বট্যে

জঙ্গল মুদের দ্যাশ আছে বট্যে 

জঙ্গল মুদের পেরাণ আছে বট্যে ৷

লালমাটি গায়্যে মেখ্যে দিন কাটায়ে দিই

যতটুকুন জোটে তাইতেই মুরা সন্তুষ্ট থাকি বট্যে

মুদের বেশি কিছু দরকার হয় লাই রে !

ই জঙ্গলডাই মুদের ভারতবর্ষ ৷

ইখেনে ভোরের পাখি মুদের ঘুম ভাঙায় দ্যায়

গাছের ডাল ভেইঙে দাঁনত মেইজে লিই

যতটুকুন পান্তা জোটে

তাইতেই প্যাট ভরায় লিই

মুদের লকসা আঁকা মাটির ঘরখানই

মুদের ভারতবর্ষ আছে ৷

মুদের শরীরখানিই মুদের সম্পদ আছে

ট্যাকা পুইসা কী হইবে বুলত !

তাজা বাতাস পাইতিছি

সুয্যিঠাকুরের আলো পাইতিছি

চাঁনদমামা জোছনার আলো দিতেছে

আর কী চাই বুলত ৷

ই সম্পদ ত' মুর দ্যাশের সম্পদ

মুর মায়ের সম্পদ ৷

ই লইয়াই মুরা সুখে আছ্যি বট্যে ৷

ই আমার ভারতবর্ষ আছে বট্যে ৷